নিজস্ব সংবাদদাতা,মালদাঃ
কন্যা সন্তানের জন্ম দিয়ে হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে রুখসানা খাতুন। দুই দিনের সন্তানকে নিয়ে প্রথম দুটি পরীক্ষা ইতিমধ্যে দিয়েছে।
অস্ত্রপচার করে সন্তানের জন্ম দেওয়াই প্রায় সাতদিন থাকতে হবে হাসপাতালে। তাই বেডে বসেই পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে পর্ষদ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসাধীন রয়েছে। অস্ত্রপচার করে সন্তানের জন্ম দেওয়াই সাতদিন থাকতে হবে হাসপাতালে।

তাই জীবনের প্রথম বড় পরীক্ষার সুযোগ নষ্ট না করে হাসপাতাল থেকেই পরীক্ষা দেওয়ার সিধান্ত নেয়। জানা গিয়েছে রুখসানা খাতুন রতুয়ার মহারাজপুরের বাসিন্দা। কেফাতুল্লা হাই স্কুলের ছাত্রী। পরীক্ষার সিট পড়েছিল সুলতানগঞ্জ হাই স্কুলে।
আরও পড়ুনঃ ফলতায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা সহায়ক সামগ্রী প্রদান
কিন্তু পরীক্ষা শুরুর দুই দিন আগে গত রবিবার প্রসব যন্ত্রনা উঠলে পরিবারের লোকেরা মালদা মেডিকেলে ভর্তি করে। রবিবার রাতে অস্ত্রপচার করে কন্যাসন্তানের জন্ম দেয়। বুধবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। রুখসানার ইচ্ছা থাকায় হাসপাতালেই তার জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।
পরিবার সুত্রে জানা গিয়েছে গত দুই বছর আগে স্থানীয় যুবক রবিউল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বর্তমানে রুখসানার বয়স ১৮ বছর ৬ মাস। বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যায় রখসানা। মাধ্যমিকে ভাল ফল করে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায় রুখসানা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584