নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রিয়া সিনেমা হলে আজ প্রিমিয়ার হতে চলেছে অভিষেক বসু পরিচালিত স্বল্পদৈর্ঘের ছবি ‘ইটারনাল ক্যানভাস’-এর। আয়োজনে ‘ফ্লিক্সবাগ’।
প্রিয়া সিনেমা হলে আয়োজিত এই প্রিমিয়ার শো-তে হাজির থাকবেন ছবির মুখ্য চরিত্রাভিনেত্রী পাপিয়া অধিকারী, দেবলীনা কুমার। এ ছাড়াও হাজির থাকবেন তেজাস গান্ধী, অয়নজিত সেন, মৌবনি সরকার, কনীনিকা ব্যানার্জি, রিচা শর্মা, অনিন্দ্য ব্যানার্জি, অনিন্দ্য সরকার, সুদীপ্তা চক্রবর্তী, মাধবিলতা মিত্র সহ আরও অনেকে৷
আরও পড়ুনঃ জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় সাদা-কালো ‘অভিযাত্রিক’
‘লা পেলিউকুলা মোশন পিকচার্স’-এর ব্যানারে অয়নজিত সেনের প্রযোজনায় এই ছবির স্টাইলিং এবং কস্টিউম ডিজাইন করেছেন তেজাস গান্ধী৷ ডিরেক্টর অফ ফোটোগ্রাফিতে শুভজিত ভৌমিক।
ছবির কাহিনিকার কবি আলো বসু। সম্পাদনায় সুশান্ত চক্রবর্তী।ছবিটি ইতিমধ্যেই সাতটি আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। প্রিমিয়ারের পর ছবিটি যখন খুশি দেখে নেওয়া যাবে ‘ফ্লিক্সবাগ’ অ্যাপে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584