বুনিয়াদপুরে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি

0
43

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

আগামী মার্চ মাসের ৪ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে কর্মীসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাছ কাটা থেকে শুরু করে পি ডব্লু ডির জায়গায় বসবাস করা, সাধারণ মানুষজনের উচ্ছেদ, এসব ইস্যু নিয়ে বিরোধীরা যতই দাপাদাপি করুক না কেন তাতে কোনো কর্ণপাত করছেন না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

CM meeting | newsfront.co
নিজস্ব চিত্র

তাই এখন দিনরাত এক করে জোরকদমে চলছে সভার প্রস্তুতি। সামনেই পৌরসভা ভোট এবং বিধানসভা ভোট কে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এগোতে চাইছে নেতৃত্ব, তাই পুরো ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করে তুলতেই এই কর্মীসভা বলে দলীয় সূত্রে খবর।

police | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন বুনিয়াদপুর ময়দানে মুখ্যমন্ত্রী আসার আগে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার ল্যান্ডিং করে। এইদিন হেলিপ্যাড পরিদর্শনে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন ব্যানার্জি সহ প্রশাসনিক আধিকারিকদের একটি বিশেষ টিম। বিশেষজ্ঞরা জানিয়েছেন হেলিপ্যাড এবং মাঠের অন্যান্য বিষয়ের প্রস্তুতিতে কোন ত্রুটি রাখা হয়নি।

আরও পড়ুনঃ আমন্ত্রণ করে দুঃস্থদের মধ্যাহ্নভোজন-বস্ত্র প্রদান হবু দম্পতির

মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভাকে ঘিরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন এলাকার তৃণমূল নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here