পিআইবি’র উদ্যোগে রায়গঞ্জের প্রেস ক্লাবে নভেম্বরে সাংবাদিক বৈঠকের আয়োজন

0
46

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে পিআইবি’র একটি বৈঠক বসে। সেই বৈঠকে ঠিক করা হয় আগামী ১৫ নভেম্বর রায়গঞ্জের প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে পিআইবি’র আধিকারিকদের উপস্থিতিতে একটি সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান হবে।

preparation of journalist meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এ দিন দুপুরে প্রেস ক্লাব ভবনে উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরোর আধিকারিক সুজাতা সাহা এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র। আর ছিলেন অন্যান্য সাংবাদিকরা। বৈঠকে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানের নানান দিক নিয়ে আলোচনা হয়।

সাংবাদিকদের সাথে প্রথমেই কলকাতা থেকে আগত পিআইবি’র আধিকারিক সুজাতা সাহা পরিচয় করিয়ে দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্রের।

preparation of journalist meeting | newsfront.co
সুজাতা সাহা ও অলিপ মিত্র। নিজস্ব চিত্র

সুজাতা দেবী বলেন, আগামী অনুষ্ঠানের জন্য আগে থেকেই আহ্বান জানানো হচ্ছে দৈনিক পত্রিকা ও বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেলের সাংবাদিকদের। পাশাপাশি পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকেরাও যাতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তার জন্য এই আগাম আয়োজন।

আরও পড়ুনঃ সরিষার সার বীজ প্রদান বেলডাঙ্গায়

উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র পিআইবি’র আধিকারিককে ধন্যবাদ জানান। প্রেস ইনফরমেশন ব্যুরোর আগামী অনুষ্ঠান রায়গঞ্জে যাতে সফল হয় তার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন সম্পাদক অলিপ মিত্র।

জানা গিয়েছে, আগামী ১৫ নভেম্বরের অনুষ্ঠানে ভারত সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে যেমন আলোচনা হবে তেমনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়েও সেই অনুষ্ঠানে বক্তব্য রাখা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here