নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার নবম ত্রিবার্ষিক সম্মেলন আগামী ১৭-১৮ই নভেম্বর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হবে।প্রয়াত গৌরী শঙ্কর বসুর নামাঙ্কিত নগর এবং প্রয়াত শ্যামল দত্তের নামাঙ্কিত মঞ্চে অনুষ্ঠিত হবে।এই সম্মেলনকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে অভ্যর্থনা সমিতি গঠনের সভা অনুষ্ঠিত হলো রবিবার।সমিতির জেলা দপ্তর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত এই সভায় স্বাগত ভাষণ দেন সমিতির জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ।উপস্থিত ছিলেন জেলার শ্রমিক আন্দোলনের নেতৃত্ব কীর্তি দে বক্সী,বিশ্বনাথ দাস,সারদা চক্রবর্তী,কর্মচারী আন্দোলনের নেতৃত্ব গঙ্গাধর বর্মণ,সমিতির প্রাক্তন নেতৃত্ব অপরেশ ভট্টাচার্য,রবীন্দ্রনাথ ঘোষ, অশোক ঘোষ,ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রসেনজিৎ মুদি,বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব দিলীপ চক্রবর্তী প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সহ-সভাপতি বিকাশ পট্টনায়েক।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার অধ্যাপক ড.সন্তোষ কুমার ঘোড়ইকে সভাপতি করে সমাজের বিভিন্ন অংশের প্রগতিশীল মানুষদের নিয়ে একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।অভ্যর্থনা কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন ব্রজগোপাল পড়িয়া ও সম্পাদক হয়েছেন বিপদতারণ ঘোষ। উল্লেখ্য জেলার তিনটি মহকুমা এবং ছাব্বিশটি আঞ্চলিক শাখার সম্মেলন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।এই তিনটি মহকুমা সম্মেলন থেকে নির্বাচিত জেলার বিভিন্ন প্রান্তের প্রায় তিনশো শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন।
আরও পড়ুনঃ ব্যতিক্রমী লক্ষী পুজো
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584