তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সমাবেশের প্রস্তুতি মালদহে

0
82

হরষিত সিংহ,মালদহঃ

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কলকাতায় ঐতিহাসিক ছাত্র সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মালদহে। মালদহ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি জয়া দত্ত সহ জেলা নেতৃত্বরা। আগামী ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে কলকাতার় গান্ধীমূর্তি পাদদেশে।তারই প্রস্তুতি সভায় মালদহ কলেজ অডিটরিয়ামে।মালদহ জেলার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা এই সমাবেশে উপস্থিত হন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেত্রী জয়া দত্ত, সাধারণ সম্পাদক কুনাল সামন্ত,মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসুন রায়, আইএনটিটিইউসি জেলা সভাপতি মানব বন্দোপাধ্যায়,জেলা তৃণমূল যুব সভাপতি অম্লান ভাদুড়ী সহ অন্যান্য নেতা নেত্রী,ছিলেন ছাত্র ছাত্রীরা।জয়া দত্ত জানান তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেকবার ২৮ আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ করে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

ছবিঃঅভিষেক দাস

গত ১১ তারিখে বিজেপির অমিত শাহের নেতৃত্বে বিভিন্ন রাজ্য থেকে ভাড়া করে সেখানে মাঠ ভরানো হয়েছিল। তৃণমূল ছাত্র পরিষদ ২৮ আগস্ট তার জবাব দিয়ে দেবে।তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে ২৮ শে আগস্ট সেই সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।তিনি বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন,বাংলার রাজনীতিতে একমাত্র বাঘ আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়,আর এই বাঘের কাছে কোন নেংটি ইঁদুরের জায়গা নেই।আগামী ১৯শে লোকসভা ভোটে ৪২টিই আসন নিয়ে তৃণমূল তার জবাব দিবে।আর অন্য কোন রাজনৈতিক দলের বাংলায় জায়গা থাকবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here