শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনা ভাইরাসের আতংক এখন বিশ্ব তথা গোটা দেশে জাঁকিয়ে বসেছে। আর এই আতংকতে আরও ইন্ধন জুগিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষনে। ১৩০ কোটি দেশবাসির প্রতি ২২ মার্চ রবিবার “জনতা কার্ফু ” পালনের আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর পাশাপাশি করোনা আতংকের জেরে যে কোন দিন, যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে হাট বাজার। এমনই আশংকা ও গুজবের জেরে শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন বাজারে ভিড় বাড়তে থাকে ক্রেতাদের।
আরও পড়ুনঃ স্বাস্থ্য কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে যোগ ” হু “-র প্রতিনিধি দলের
অনেক ক্রেতাকেই দেখা যাচ্ছে মুদিখানার জিনিসের পাশাপাশি কাঁচা শাক সবজিও ঘরে মজুত করার লক্ষ্যেই ব্যাগ ভরছেন। যদিও বাজারের চাহিদা অনুযায়ী সব রকম দ্রব্য ও সবজি, এমনকি পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের কাছে সংশ্লিষ্ট দ্রব্য, পরিমান মত মজুদ রয়েছে বলে জানান বিক্রেতারা।
আরও পড়ুনঃ করোনা সতর্কতায় বিডিও অফিসে জনসাধারনের জন্য বসলো ‘বেসিন’
এদিকে সকাল থেকেই ক্রেতাদের চাহিদা তুংগে ওঠায় সব জিনিসের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে বলে ক্রেতাদের অভিযোগ। তবে অপরদিকে বাজারে বিক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী মালের যোগান কম।
পাশাপাশি পাইকারি বাজারে মালপত্রের দাম আগে থেকে বেড়ে যাওয়ার ফলে তাদেরও চড়া দামে কিনতে হচ্ছে। তার ফলেই কাঁচা সবজি থেকে মুদি দ্রব্যের দাম খুচরো বাজারে বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।
কিন্তু শুক্রবার সকাল থেকেই বাজারে যে পরিমান ক্রেতারা ভিড় জমাচ্ছেন, তাতে এই মজুত থাকা মালগুলি দিয়ে কতদিন সামাল দেওয়া সম্ভব। তা নিয়েই চিন্তিত জেলার বিভিন্ন ব্যবসায়ীমহল।
পাশাপাশি ভিড় বাড়ছে বালুরঘাটের বিভিন্ন বাজারেও। এদিকে গ্রাহকদের ভিড় বাড়ায়, বেড়ে গেছে সবজির দামও। মুহূর্তের মধ্যে এক লাফে সবজির দাম অনেকটা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584