মালদহে ইদের দিন জিনিসের দাম আকাশ ছোঁয়া

0
38

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ইদের দিন জিনিসের দাম আকাশ ছোঁয়া মালদহের বাজারে। লাচ্চা-সেমুই, পায়েস, মিষ্টি সহ রকমারি খাবারের দামের একই অবস্থা। এবার লকডাউনের জেরে লাচ্চা-সেমুই সাধারণ মানুষের নাগালের বাইরে। দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মাছ মাংসের বাজারও আগুন।

market | newsfront.co
নিজস্ব চিত্র

এবার করোনা ভাইরাস ও লকডাউনের পাশাপাশি আমপানের জেরে বিপাকে পড়েছেন বহু মানুষ। অনেক পরিবারের রোজগার বন্ধ প্রায় দু’মাস। অনেকেই ভিন রাজ্য থেকে খুশির ইদের আগে ফেরে নতুন পোশাক নিয়ে। কিন্ত এবার অনেককেই বহু কষ্টে বাড়ি ফিরতে হয়েছে।

আরও পড়ুনঃ খানামোহান অঞ্চলে চালু কোয়ারেন্টাইন সেন্টার

অনেকে আবার বাড়ি ফিরতেও পারেননি। তাই অনেক পরিবারেই নতুন পোশাক কিনে উঠতে পারেননি। এরপরেও বাড়ির ছোটদের কথা মাথায় রেখে একটু লাচ্চা-সেমুইয়ের জোগাড় করতে গিয়েই হিমসিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। মাছ ও মাংসের বাজারেও আগুন।

ভিন রাজ্য থেকে আসা মাছ, সামুদ্রিক মাছের জোগান কম। পোলট্রি বা ব্রয়লার মুরগির মাংসের দাম বেড়ে হয়েছে ২৬০-২৮০ টাকা কেজি। খাসির মাংসের দাম ছুঁয়েছে কেজি প্রতি ৯০০ টাকা। রুই-কাতলা বিকোচ্ছে ২৫০-৩৫০ টাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here