ভ্যালেন্টাইনস ডে তে গোলাপের চড়া দামে কাঁটা বিঁধছে প্রেমিক – প্রেমিকাদের

0
206

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

ভ্যালেন্টাইনস ডে’র একদিন পরেই সরস্বতী পুজো। পাশ্চাত্য কায়দায় ভালোবাসার দিবস উদ্‌যাপনে গোলাপের ভূমিকা অস্বীকার করা যায় না। গত কয়েকবছর ধরে ভ্যালেন্টাইনস ডে উদ্‌যাপনের আগ্রহ বেড়েছে গোটা রাজ্য জুড়ে। বিশেষ করে অল্পবয়সিরাই এই বিশেষ দিনটি উপলক্ষে গোলাপ ফুল আদানপ্রদানে বেশি আগ্রহী।

red rose | newsfront.co
নিজস্ব চিত্র

তাই প্রতি বছরই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ গোলাপ ফুলের চাহিদা বেড়ে যায়। সেইসঙ্গে এবার আবার ১৪ই ফেব্রুয়ারি লাগোয়াই সরস্বতী পুজো। এই সম্বন্ধে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাধামণি ফুল বাজারের ফুল ব্যবসায়ী গৌরব বেরা জানান, এই বছর করোনার কারণে বিগত বছরগুলোর তুলনায় ফুলের যথেষ্ট চাহিদা কমেছে। বিকালের দিকে বিক্রি বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

flower shop | newsfront.co
নিজস্ব চিত্র

মাসখানেক ধরে করোনার প্রকোপ কমায় বিভিন্ন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক মিছিলে মানুষের ঢল নামছে। তাই এবছরেও ভ্যালেন্টাইনস ডে’তে প্রেমিক-প্রেমিকাদের রাস্তায় ঢল নামবে বলে ফুল ব্যবসায়ীরা মনে করছেন।যেকোনও পরিস্থিতিতেই গোলাপ ফুলের প্রতি মানুষের একটা আলাদা চাহিদা আছে।

flowers | newsfront.co
নিজস্ব চিত্র

১৪ই ফেব্রুয়ারি সমস্ত ফুল ব্যবসায়ী গোলাপের দাম পাঁচ-টাকা দশ টাকা হারে বাড়িয়ে দেন। দেশি লাল গোলাপ ১০-১৫ টাকা, বেঙ্গালুরুর লাল গোলাপ ৫০-৬০ টাকা, দেশি হলুদ ১৫-২০ টাকা, বেঙ্গালুরুর হলুদ গোলাপ ৫৫-৬৫ টাকায় বিক্রি হবে। আর ফুলের তোড়া ৩০-৭০ টাকায় চার-পাঁচ ধরনের ফুল বিক্রি হবে।

সরস্বতী পুজোর সময়ে গাঁদা ও পলাশের দাম চড়চড় করে বেড়ে যায়। এই সময়টায় ফুল ব্যবসায়ীরা দোকানে বেশি করে ফুলও মজুদ করেন ভালো ব্যবসার আশায়। ৬৫ বছর বয়স্ক এক ক্রেতা দেবব্রত মাইতি জানান, আমি ভালোবাসার মানুষটির জন্য গোলাপ নিয়েছি, যাতে আমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here