বদরুল আলম, পশ্চিম মেদিনীপুর
উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে গড়বেতা – ৩ নং ব্লকের ৮ টি অঞ্চলের সমস্ত প্রাথমিক ও শিশু শিক্ষা বিদ্যালয় গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল ।
খেলা পাগল বাঙালী , খেলা যেন রক্তে মাংসে , শিরায় , উপশিরায় বিরাজমান । আর সেই ঐতিহ্যকে অটুট রাখতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি প্রাথমিক , শিশু শিক্ষা সহ সমস্ত বিদ্যালয়ে চালু করা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা । সেই প্রতিযোগিতারই অঙ্গ হিসেবে ব্লকে ব্লকে শুরু হয়েছে প্রাথমিক সহ সকল বিদ্যালয় গুলিতে ক্রীড়া প্রতিযোগীতা । গতকাল গড়বেতা – ৩ নং ব্লকের ৮ টি অঞ্চলের সমস্ত প্রাথমিক ও শিশু শিক্ষা বিদ্যালয় গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নয়াবসত গ্রাম পঞ্চায়তের খড়িকাশুলি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ।
এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা । অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করেন পশ্চিম মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নারায়ন চন্দ্র সাঁতরা , জেলা তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি চন্দন সাহা , নিমাই রতন ব্যানার্জী , মানকুমারী ঘোষ , প্রদীপ দন্ডপাট সহ এলাকার শিক্ষানুরাগী , শিক্ষক শিক্ষিকা ও সমাজসেবীরা ।
ব্লকের ৮ টি অঞ্চলের প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারী এমন প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী । মোট ২৮ টি বিভাগের প্রতিযোগিতা হয় এবং প্রতিযোগিতার শেষে বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
ছাত্র ছাত্রী দের উৎসাহ দিতে শিক্ষক শিক্ষিকারা নিজেরাও ১০০ মিটার দৌড় এবং গুলি চামচ প্রতিযোগিতার আয়োজন করেন ।
এই অনুষ্ঠান মঞ্চ থেকে গোয়ালতোড়ের বিশিষ্ট খেলোয়াড় শ্রীকৃষ্ণ মাহাতকে সম্বর্ধনাও দেওয়া হয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584