সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে

0
38

পিয়ালী দাস, বীরভূমঃ

দীর্ঘদিন লকডাউনের ফলে স্কুলের সঙ্গে দূরত্ব। তাই পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে ছাত্র-ছাত্রীদের। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পড়াশোনা এগানো যায় কি ভাবে সেই নিয়েই বৈঠক হল শুক্রবার।

teacher association | newsfront.co
নিজস্ব চিত্র

বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে, বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিদের নিয়েই বৈঠক হয়। বৈঠক শেষে বীরভূম জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, বাড়ি গিয়ে শিক্ষক-শিক্ষিকারা যদি ছাত্র এবং অভিভাবকদের সচেতন করার গুরুভার কাঁধে তুলে নেন তাহলে ছাত্র-ছাত্রীদের পক্ষে অনেকটাই সুবিধা হবে।

আরও পড়ুনঃ ভেন্টিলেশনে থাকা করোনা রোগীর ওপর প্রথম বার প্লাজমা থেরাপি প্রয়োগ বেলেঘাটা আইডিতে

বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২২ শে জুন থেকে এই প্রক্রিয়া শুরু করা হবে।
সভাপতি ডক্টর প্রলয় নায়েক আরও জানান, “শিক্ষা সংসদের তরফে এদিন পাঁচটি শিক্ষক সংগঠনের সাথে বৈঠক করা হয়েছে।

প্রত্যেক সংগঠনকে সভাপতি হিসেবে আবেদন করেছি যাতে তারা মানবিকতার সাথে এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের সাথে ভাবের আদান-প্রদান করে।

কারণ দীর্ঘদিন স্কুল বন্ধ হওয়ার ফলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে একটু দূরত্বের সৃষ্টি হয়েছে, তাই সেই খামতি গুলো মেটাবার জন্যই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।” তিনি আশাবাদী শিক্ষক-শিক্ষিকারা তাদের এই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here