শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ
২০১৪ সালের প্রাথমিক টেট উর্ত্তীণ প্রায় ১৫০ জন চাকুরিপ্রার্থীরা আজ নিয়োগের দাবিতে ডেপুটেশন জমা দিলেন মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদে। তাদের দাবি, তারা 2014 সালের টেট উর্ত্তীণ প্রশিক্ষিত প্রার্থী হয়েও দ্বিতীয়বার ইন্টারভিউ দিয়ে মেধাতালিকায় জায়গা পাননি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষনা করেছিলেন, ২০১৪ প্রাথমিক টেট উর্ত্তীণ প্রশিক্ষিত প্রায় ২০,০০০ প্রার্থীকে ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু বাস্তবে অধিকাংশ প্রার্থী মেধাতালিকায় জায়গা পাননি। তাই আজ ২০১৪ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী একতা মঞ্চের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় তারা এই কর্মসূচি পালন করে। তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় তারা অনেক স্বপ্নে বুক বেঁধেছিলেন। কিন্তু ঘোষণার পর কয়েকমাস কেটে গেলেও তারা নিয়োগপত্র হাতে পাননি। তাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তাদের কথা পোঁছে দেবার চেষ্টা করছেন।
আরও পড়ুনঃ নিট সুপার স্পেশালিটি মামলায় সিলেবাস বদলের কারণ না জানালে কড়া পদক্ষেপঃ সুপ্রিম কোর্ট
তারা জানান, তারা সকলেই মুখ্যমন্ত্রীর সাথে সবসময় আছেন দিদিও যেন তার কথা রেখে পুজোর আগেই তাদের নিয়োগ করে এই বেকারত্বের যন্ত্রনা থেকে মুক্তি দেন। তারা আরো জানান, পুজোর আগে নিয়োগ না পেলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584