ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
তৃষ্ণা মেটাতে মদের বদলে গলায় ঢালল স্যানিটাইজার! সেটাই শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল প্রাণঘাতী। বেঘোরে প্রাণ হারাতে হল বিচারাধীন এক বন্দিকে।
ঘটনাটি কেরলের পলক্কড়ের। বিচারাধীন হিসাবে জেলে বন্দি ছিল সে। জেলের এক আধিকারিক সংবাদসংস্থাকে বলেছেন, ‘আমাদের সন্দেহ, কয়েদিদের তৈরি করা স্যানিটাইজার পান করে ফেলেছিল ও। রাজ্য সরকারের নির্দেশে জেলেই এই স্যানিটাইজার তৈরি করেছিল বন্দিরা।’
আরও পড়ুনঃ করোনায় আমজনতা নিয়ন্ত্রণে পুলিশের অতিসক্রিয়তায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
মৃত বিচারাধীন বন্দি মঙ্গলবার পর্যন্ত সুস্থই ছিল বলে জেল সূত্রে জানা গিয়েছে। বুধবার সকালে হাজিরাও দিয়েছিল সে। বেলা সাড়ে দশটা নাগাদ জ্ঞান হারায় ওই বন্দি। তাকে পলক্কড় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
করোনা প্রাদুর্ভাবের পর দেশজুড়ে স্যানিটাইজারের চাহিদা প্রবল। সেই কারণেই বন্দিদের স্যানিটাইজার তৈরি করা শেখানো হয়েছিল। স্যানিটাইজার তৈরির অন্যতম উপকরণ হিসাবে কয়েদিরা ইসোপ্রোপিল অ্যালকোহল ব্যবহার করে। জেল কর্তাদের আশঙ্কা, সম্ভবত মদ ভেবে সেটাই পান করতে গিয়েছিল ওই বন্দি। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584