নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুরঃ
অবশেষে সোমবার থেকে বেসরকারি বাস পরিষেবা শুরু হল পশ্চিম মেদিনীপুর থেকে। জানা গেছে এই জেলা থেকে ৭০০ বেসরকারি বাস বিভিন্ন জেলাতে যাতায়াত করে থাকে৷ করোনা সংক্রমণের পর্বে প্রায় দুমাস ধরে বাস গুলি বন্ধ ছিল। গত দুসপ্তাহে প্রশাসনের সঙ্গে দুদফাতে বৈঠকের পরে সোমবার থেকে তা চলাচল শুরু হল কম যাত্রী নিয়েই৷
গত দুসপ্তাহ আগেই বেসরকারি বাস মালিকদের সংগঠন বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছিল প্রশাসনের কর্তারা ৷ সেখানে বাস মালিকেরা বীমার সুবিধা সহ ভর্তুকির দাবি করেছিলেন ৷ তাতে সঠিক প্রতিশ্রুতি না পেয়ে রাস্তায় বাস নামায়নি বাস মালিকেরা। পরে প্রশাসনিক বেশ কিছু সুবিধার প্রতিশ্রুতি দিতে বাস মালিকেরা নামতে চাইলেও বাসের চালক, কন্ডাক্টররা নামতে চায়নি সংক্রমণের ভয়ে৷ অবশেষে সোমবার থেকে পুনরায় বাসে চালক ও কন্ডাক্টরদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়ে রাস্তায় নামা শুরু হয়েছে৷
আরও পড়ুনঃ অভিনব উদ্যোগে ঘুরে দাঁড়ানোর পথে বইপাড়া
প্রতিটি সরকারি বেসরকারি বাসই স্যানিটাইজ করা হচ্ছে ৷ বাসগুলিকে পরিষ্কার করেই চালানো শুরু করছেন চালকরা৷ বাসের কন্ডাক্টর প্রদীপ দাস জানান সোমবার রাজ্য সরকারের নির্দেশানুসারে সমস্ত অফিস খুলে স্বাভাবিক করার কথা৷ ফলে সরকারি বাসের পরে বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক হতে দেখে খানিকটা স্বস্তিতে সাধারণ যাত্রীরা৷
বাস মালিকেরাও জানিয়েছেন বর্তমানে যাত্রী কম হলেও ধীরে ধীরে বেসরকারি সব বাসই রাস্তায় নামবে৷ অন্যদিকে বাসের এক যাত্রী বলেন, বাস পরিষেবা চালু হওয়ায় নানান সমস্যা থেকে অনেকটাই উপকৃত হব আমরা। দেখা গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আটকে পড়েছে বহু মানুষ, সেই সমস্যাটা থেকে অনেকটাই দূর হবে সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584