মনিরুল হক, কোচবিহারঃ
শেষমেষ সোমবার থেকে বেসরকারি যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে কোচবিহারে। শনিবার কোচবিহার জেলা শাসকের কনফারেন্স হলে একটি বৈঠক করে সোমবার থেকেই রাস্তায় বেসরকারি বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিনের বৈঠকে জেলা শাসক পবন কাদিয়ান ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
জেলা শাসক জানিয়েছেন, “বেসরকারি বাস মালিক, ড্রাইভার, শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। সকলে সোমবার থেকে যাত্রী পরিষেবা চালু করতে রাজি হয়েছে।”
আরও পড়ুনঃ গড়বেতায় সিপিআইএম -এর কমিউনিটি কিচেনে অভিনেতা বাদশা মৈত্র
আইএনটিটিইউসির জেলা সভাপতি প্রানেশ ধর জানিয়েছেন, “পুরানো ভাড়াতেই জেলার ভিতরে বড়-মাঝারি-ছোট সব ধরনের যাত্রী পরিষেবা বেসরকারি যানবাহন পথে নামবে। চলবে আন্তঃ জেলা বাস পরিষেবাও। শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দেওয়া হবে মাক্স, গ্লাভস ও সেনিটাইজার।”
লকডাউনের শুরুতে সমস্ত ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। এরপর লকডাউনে শিথিলতা দিয়ে যাত্রী পরিষেবা চালুর উদ্যোগ নেয় রাজ্য সরকার।
প্রথম দিকে বেশ কিছু শর্ত দেওয়া হয় রাজ্যের পক্ষে। ফলে সরকারি বাস পরিষেবা চালু হলেও বেসরকারি যাত্রী পরিষেবা বন্ধ হয়ে থাকে। এদিন কোচবিহার জেলা শাসক বৈঠক করে শেষ পর্যন্ত বেসরকারি যাত্রীবাহি বাসগুলিকে পথে নামানোর ব্যবস্থা করলেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584