নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
অবশেষে শনিবার থেকে বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক হল রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুরে। সেই সঙ্গে অন্য পরিবহনও চালু হল। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছেন বাসিন্দারা। কথা ছিল ৪ জুন থেকে জেলার বিভিন্ন জায়গায় বেসরকারি বাস পরিষেবা চালু হবে। কিন্তু বাস মালিক ও শ্রমিক সংগঠনের দোটানায় তা বন্ধ ছিল। আজ থেকে ফের বেসরকারি বাস পরিষেবা চালু হল।
টানা দু’মাসের লকডাউনের পর বেসরকারি পরিবহন ব্যবস্থা চালু হতে স্বাভাবিক ছন্দে ফিরছে জেলা। নিয়ম অনুযায়ী, প্রত্যেেক বাসে আসন অনুযায়ী যাত্রী নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহনকর্মী ও যাত্রীরা সামাজিক দূরত্ব মেনে, মাস্ক ও গ্লাভস পরে এবং স্যানিটাইজা়র ব্যবহার করে বাসে ওঠা-নামা করেছেন।
আরও পড়ুনঃ বাইক দুর্ঘটনায় মৃত শ্রমিক পরিবারের পাশে পুলিশ
শনিবার রায়গঞ্জ থেকে লোকাল ও দূরপাল্লাসহ বিভিন্ন রুটে বেসরকারি বাস চলাচল শুরু হয়েছে। রায়গঞ্জ-বালুরঘাট, রায়গঞ্জ-শিলিগুড়ি, রায়গঞ্জ-মালদহ এই তিন রুটে মোট নয়টি বাস চলে। পাশাপাশি লোকাল রুটে কিছু বাস চলেছে। তবে প্রথম দিনে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584