লকডাউন ওঠার অপেক্ষা না করেই বেসরকারি চক্ষু পরীক্ষা কেন্দ্র চালু

0
58

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের মধ্যেই লায়ন্স ক্লাব অফ ইসলামপুর নিউ সেঞ্চুরির পরিচালিত ইসলামপুর প্রাথমিক চক্ষু পরীক্ষা কেন্দ্রটি শনিবার ফের চালু করা হলো। গত ২৩শে মার্চ থেকে লকডাউনের কারণে এটি বন্ধ রাখা হয়েছিল। সমস্ত সরকারি নির্দেশিকা অবলম্বন করে এদিন থেকে পুনরায় চক্ষু পরীক্ষা শুরু করা হয়েছে।

lions club | newsfront.co
নিজস্ব চিত্র

শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল সুরেশ সিংহল, পি সি মাসকারা, এরিয়া জোন চেয়ারম্যান শ্রী সুমন চৌধুরী ভিশন সেন্টার পুনরায় চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও লায়ন্স ক্লাব অফ ইসলামপুর -এর সভাপতি দেবাশীষ পাল এবং অন্যান্য সদস্যদেরও উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

আরও পড়ুনঃ প্রবল শক্তি নিয়ে মন্দারমণিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান

চক্ষু পরীক্ষা কেন্দ্রটির কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে ইসলামপুর ভিশন সেন্টারের চেয়ারম্যান সঞ্জয় আগারওয়াল এবং লায়ন্স ক্লাব অব ইসলামপুর নিউ সেঞ্চুরির সেক্রেটারি মহিত আগারওয়াল জানিয়েছেন, এই সেন্টারটি বন্ধ থাকার জন্য দুঃস্থ মানুষজন যারা সামান্য বিনিময়ের মাধ্যমে এই চক্ষু পরিষেবা পান তারা বঞ্চিত হচ্ছিলেন। তারা প্রায়ই এসে ফিরে যাচ্ছিলেন। অন্তত তাদের কথা ভেবেই পুনরায় এটি আবার চালু করা হলো। সমস্ত সরকারি নিয়ম অনুযায়ী তারা তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here