বেতন বকেয়া থাকলেও ক্লাস করতে দিতে হবে সব পড়ুয়াকে, বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ হাইকোর্টের

0
57

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বেতন বকেয়া থাকলেও ক্লাস করতে দিতে হবে পড়ুয়াদের, মঙ্গলবার নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

all students should be allowed
কলকাতা হাইকোর্ট

বেতন বাকি থাকায় শহরের বেশ কিছু স্কুল পড়ুয়াদের ক্লাস করতে দিচ্ছে না, এই অভিযোগ সামনে আসে কয়েকদিন ধরে। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। আদালত জানালো  বেতন বকেয়া থাকলেও পড়ুয়াদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ অ্যামওয়ে ইন্ডিয়ার ৭৫৭ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করলো ইডি

পাশাপাশি আদালত এও নির্দেশ দিয়েছে যে, আইনশৃঙ্খলার অজুহাতে  স্কুল বন্ধ রাখতে পারবেন না স্কুল কর্তৃপক্ষ। সমস্ত পড়ুয়াকে ক্লাস করতে দিতে হবে বেসরকারি স্কুলগুলিকে। এছাড়া গত ৯ এপ্রিল স্কুলের তরফে জারি করা নির্দেশও স্কুলগুলিকে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here