শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্য সরকারের নির্দেশ মেনে দীর্ঘ তিনমাস পর আজ থেকে অন্যান্য জেলার সাথে দক্ষিণ দিনাজপুর জেলাতেও সচল বেসরকারি পরিবহণ। যদিও যাত্রী নিয়ে বেসরকারি গাড়ি গুলি পথে নামলেও গাড়ির চালক বা কন্ডাক্টারদের সরকারি তরফে কোন সুরক্ষা সরঞ্জাম এখনও দেওয়া হয়নি।
তবে সব গাড়িতে করোনা সংক্রমণ বিধি, স্যানিটাইজেশন মানা না হলেও বেশ কিছু গাড়ির কর্মীরা নিজস্ব উদ্যোগে গাড়িতে ওঠার সময় যাত্রীদের স্যানিটাইজেশন করছে। এ চিত্রও আজ বালুরঘাট পুরসভা পরিচালিত বেসরকারি বাসস্ট্যান্ডে দেখা যায়।
আরও পড়ুনঃ সোমবার থেকে শুরু অনলাইন বুকিং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে
এদিকে দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর ফের যাত্রী নিয়ে বেসরকারি পরিবহণ শুরু হওয়ায় খুশি জেলার যাত্রীরা। তবে প্রায় ২৫০ বাসের মধ্যে আজ থেকে ১০০ টি ছোট বড় যাত্রীবাহী বাস পরিসেবা চালু করা হলেও রাস্তায় প্যাসেঞ্জার না থাকায় খরচ চালানো নিয়ে বেকায়দায় বাস মালিকরা। তবে একটাই আশা, আগামীতে বিষয় টি জানাজানি হলে যাত্রীর সংখ্যা বাড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584