কবির হোসেন, মুর্শিদাবাদঃ
সারা ভারত স্ট্রেংথ লিফটিং ফেডারেশনের উদ্যোগে শুক্রবার সালার শ্যামাঙ্গিণী বিএড কলেজে তিনদিন ব্যাপী ৩০ তম স্ট্রেনথ লিফটিং প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ২৫০ জন প্রতিযোগী।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় যোগদান করে। বালক-বালিকা ও মাস্টার্স এই তিন বিভাগে রুদ্ধশ্বাস লড়াই দেখা যায়। রবিবার ছিল বালিকা বিভাগ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। যদিও স্ট্রেংথ লিফটিং সম্পর্কে অনেকেরই জানা নেই, ভারোত্তোলনকে অনেকে স্ট্রেংথ লিফটিং -এর সঙ্গে গুলিয়ে ফেলেন ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ভাঙ্গন এলাকা পরিদর্শনে বিধায়ক নওশাদ সিদ্দিকী ও মহম্মদ সেলিম
উদ্যোক্তারা আজ জানান যে, স্ট্রেংথ লিফটিং একটি ভিন্ন ধরণের গেমস । রাজ্য সরকার তাদের স্কুল গেমসে স্ট্রেংথ লিফটিংকে অন্তর্ভুক্ত করেছে। রবিবার বালিকা বিভাগে বিভিন্ন ইভেন্ট শেষে সফল প্রতিযোগিতাদের পুরস্কার বিতরণীর মাধ্যমে এই তিনদিন ব্যাপী প্রতিযোগিতার সমাপ্তি হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584