সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাজেটে দেখা দিয়েছে নানা জট। তার জেরে নানা আর্থিক অসুবিধার মধ্যে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের।
সবথেকে বড় সমস্যা– ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে উচ্চ শিক্ষা দফতর আগামী বছরের সম্ভাব্য খরচের বাজেট না পাঠাতে পারলে মার্চের মধ্যে তার অনুমোদন মিলবে না। ফলে ব্যাপক আর্থিক সংকট তৈরি হবে। বিভিন্ন প্রকল্পের সাথে আটকে যাবে দফতরের প্রাপ্য টাকা।
মঙ্গলবার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু উপাচার্য নিমাই চন্দ্র সাহা অসুস্থ হওয়ায় রাজ্যপাল জগদীশ ধনখড় ওই বৈঠক স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুনঃ এনআরসি হবে সারা দেশেই সংসদে জানালেন অমিত শাহ
এখন বিশ্ববিদ্যালয় চত্বরে জানিয়ে প্রধান চিন্তা হল বাজেট জট না কাটলে নতুন কিছু কেনা যাবে না। ইউজিসি-র নানা প্রকল্পের টাকা সঠিকভাবে বন্টন হবে না।
গবেষণার ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হবে। কেনা যাবে না কোনও বিদেশি যন্ত্রপাতিও। একইসাথে টাকা ফেরত যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এখন যা পরিস্থিতি তাতে মার্চের মধ্যে বাজেট অনুমোদন হওয়া নিয়ে সংশয় রয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে আর্থিক অসুবিধার মধ্যে পড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিই প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584