অধ্যাপক তুহিন সামন্তের স্মরণে তৃণমূলের মিছিল

0
71

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

Preparation procession for celebration of Death anniversary of tuhin samanta
নিজস্ব চিত্র

কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামের বাসিন্দা ছিলেন অধ্যাপক তুহিন সামন্ত।কান্দির আইন কলেজের অধ্যাপক ছিলেন তিনি।এবারে অধ্যাপক তুহিন সামন্ত ১২ তম মৃত্যু দিবস উপলক্ষ্যে কাটোয়া মহকুমা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।আগামী ২৫ শে ফেব্রুয়ারি সোমবার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত চাণ্ডুলী হাইস্কুল মাঠে এই অনুষ্ঠান হবে।তাই শনিবার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি নন্দীগ্রামে প্রস্তুতি মিছিল হলো।

আরও পড়ুনঃ ব্রিগেডের বার্তা নিয়ে ভালুক বাসায় বামেদের মিছিল

নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কার্য্যালয় থেকে মিছিল শুরু হয়ে বকুলতলা,রেজপাড়া,পুবপাড়,হরিগাছতলা, বামুনপাড়া,নতুনপুকুরপাড়,আদিবাসীপাড়া, অধ্যাপক তুহিন সামন্তের বাড়ি,রায়পাড়া পর্যন্ত গিয়ে সামন্তপাড়ার শিবতলায় শেষ হয়।উপস্থিত ছিলেন গ্ৰাম কমিটির সদস্য বাপি রায়,গৌতম রেজ।এই প্রস্ততি মিছিলে তৃনমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here