শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ
বাঙালির বারো মাসে তেরো পার্বন। সেই পার্বনের একটা বড় অংশ দুর্গাপুজো। মা উমার আগমনে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। অপরদিকে মাথার উপর চোখ রাঙাচ্ছে অতিমারীর তৃতীয় ঢেউ। তাই বলে মিলন উৎসব তো থেমে থাকতে পারে না। মুর্শিদাবাদ জেলার এক অন্যতম বড় পূজো কমিটি চুনাখালী সার্বজনীন করোনা বিধি মেনেই তৈরি হচ্ছে বিগত বছরগুলির মতো এক বড় পুজো জেলাবাসীকে উপহার দিতে।
তাঁদের এবারের ভাবনায় তাঁরা ফুটিয়ে তুলছেন রাজস্থানের জয়পুরের এক রাজবাড়ীর আদলে তৈরি এক রাজবাড়ী। সাথে থাকছে এক দৃষ্টিনন্দন মাতৃপ্রতিমা।
রবিবার সমগ্র জেলাবাসীকে আমন্ত্রণ জানাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চুনাখালী সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এই শোভাযাত্রা চুনাখালী থেকে শুরু হয়ে জেলার বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে।
আরও পড়ুনঃ পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার অনুমতি দিল নির্বাচন কমিশন
কমিটির সভাপতি কাঞ্চন মন্ডল জানান, “সরকার প্রদত্ত নিয়ম মেনেই দর্শনার্থীদের জন্য থাকছে অটোমেটিক ফুল বডি স্যানিটাইজার মেশিন। ভিড় এড়ানোর বিশেষ ব্যবস্থা। সকল দর্শনার্থীদের মাস্ক পরে আসার অনুরোধও।” জেলাবাসীকে আমন্ত্রণের পাশাপাশি আশা রাখছেন এই বছর তাঁরা জেলার শ্রেষ্ঠ পুজোর শিরোপাও অর্জন করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584