নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গনের দাবীতে,জবরদস্তি মূলক বদলির বিরুদ্ধে, আচরণ বিধির নামে শিক্ষকশিক্ষিকাদের অহেতুক হয়রানির বিরুদ্ধে,শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িক অনুপ্রবেশের বিরুদ্ধে, বকেয়া ডি এ অবিলম্বে মেটানোর দাবিতে, অবিলম্বে পে কমিশন লাগু করার দাবি সহ শিক্ষা সংক্রান্ত মোট চব্বিশ দফা দাবীর ভিত্তিতে বুধবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ)পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীলকে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশর আগে কর্মচারী ভবন থেকে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ক্ষুদিরাম মোড়ে যায় , সেখান থেকে পঞ্চুর চক হয়ে ডি আই অফিসে যায়।
সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সামিল হন জেলার বিভিন্ন প্রান্তের চার শতাধিক শিক্ষক শিক্ষিকা।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ,১২ই জুলাই কমিটির পক্ষে গঙ্গাধর বর্মণ সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ব্রজগোপাল পড়িয়া।উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন তিন জেলা সম্পাদক অপরেশ ভট্টাচার্য , অশোক ঘোষ ও রবীন্দ্র নাথ ঘোষ,সংগঠনের ঝাড়গ্রাম জেলা সম্পাদক মন্ডলীর দুই সদস্যা পাপিয়া চৌধুরী ও গায়েত্রী ভূঞ্যা প্রমুখ।এছাড়াও এদিনের বিক্ষোভ সমাবেশে নেতৃত্বদেন শক্তি প্রসাদ মিত্র,সুবীর সিনহা,মৃণাল কান্তি নন্দ,সুধাপদ বসু,প্রণব গোস্বামী, শ্রীবাস জানা,সত্যকিংকর হাজার প্রমুখ শিক্ষক নেতৃত্ব।বিক্ষোভ সভা চলাকালীন একটি প্রতিনিধিদল ডি আই এর হাতে দাবি সনদ তুলে দেন।সংগঠন সূত্রে জানা গেছে ডি আই দাবী গুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ ঐতিহাসিক নগর ও জৈন মন্দির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584