উপনির্বাচনে সাফল্য অর্জনের লক্ষ্যে তৃণমূলের মিছিল কালিয়াগঞ্জে

0
50

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

বুধবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূলের আহ্বানে কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে আসন্ন কালিয়াগঞ্জ বিধান সভার উপ-নির্বাচনের পরিপ্রেক্ষিতে একটি বিশাল জমায়েতের আয়োজন করা হয়। মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত ঐতিহাসিক মিছিল বের হয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে পুনরায় নাটমন্দির প্রাঙ্গনে এসে তার সমাপ্তি ঘোষণা হয়।

procession of TMC at Kaliyaganj for by-election
নিজস্ব চিত্র

মিছিল শেষে রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানী তার বক্তব্যে বলেন আর আবেগের ভোট নয় এবার কালিয়াগঞ্জের উন্নয়নের কথা চিন্তা করে ভোট দিতে হবে। কালিয়াগঞ্জের উন্নয়ন যদি চান তাহলে তপন সিংহকেই আপনার ভোটটি অবশ্যই দিতে হবে। মন্ত্রী গোলাম রাব্বানী বলেন সর্বত্রই যখন উন্নয়নের জোয়ার বইছে তাহলে কালিয়াগঞ্জের ক্ষেত্রে তা কেন কার্যকর হবেনা। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন বলেন কাজ করতে গেলে ভুল হয় সেটা শুধরে নেওয়ায় হয়। তাই এবার আর অভিমান করে না থেকে আমাদের মুখ্যমন্ত্রীর যোগ্য ও আশীর্বাদপুষ্ট প্রার্থী তপন দেব সিংহকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন বিজেপিকে জিতিয়ে আপনারা কি পেলেন?আপনাদের কাছে আবেদন করছি শুধু একবারের জন্য তপন দেব সিংহকে জয়ী করুন তারপর আমাদের কাছ কালিয়াগঞ্জের উন্নয়ন বুঝে নেবেন। তৃণমূল কংগ্রেসের জেলা যুব নেতা গৌতম পাল বলেন গত লোকসভার ভোটে আমাদের চরম শাস্তি দিয়েছেন আমাদের তৃণমূলকে। কালিয়াগঞ্জের পৌর পিতা তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক পাল বলেন বিজেপির প্রলোভনে পা না দিয়ে আপনার ভোটটি উন্নয়নের কাজে লাগিয়ে কালিয়াগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত করুন। তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন বিজেপি সাধারণ মানুষদের মিথ্যা কথা বলে ভোট নিয়ে মানুষদের বিপদে ফেলছে।সেই বিজেপিকে কি ভাবে আপনারা ভোট দেবেন?আসামের কথা ভাবুন সেখানে ১৯লক্ষ মানুষদের ডিটেনশন ক্যাম্পে রাখার ব্যবস্থা করেছে।

procession of TMC at Kaliyaganj for by-election
নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জের উন্নয়ন যদি চান তাহলে তপন সিংহকেই আপনার ভোটটি অবশ্যই দিতে হবে। মন্ত্রী গোলাম রাব্বানী বলেন সর্বত্রই যখন উন্নয়নের জোয়ার বইছে তাহলে কালিয়াগঞ্জের ক্ষেত্রে তা কেন কার্যকর হবেনা। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন বলেন কাজ করতে গেলে ভুল হয় সেটা শুধরে নেওয়ায় হয়। তাই এবার আর অভিমান করে না থেকে আমাদের মুখ্যমন্ত্রীর যোগ্য ও আশীর্বাদপুষ্ট প্রার্থী তপন দেব সিংহকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন।উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন বিজেপিকে জিতিয়ে আপনারা কি পেলেন?আপনাদের কাছে আবেদন করছি শুধু একবারের জন্য তপন দেব সিংহকে জয়ী করুন তারপর আমাদের কাছে কালিয়াগঞ্জের উন্নয়ন বুঝে নেবেন। তৃণমূল কংগ্রেসের জেলা যুব নেতা গৌতম পাল বলেন গত লোকসভার ভোটে চরম শাস্তি দিয়েছেন আমাদের তৃণমূলকে। আমাদের দলের মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ এক সময় ছিল। আমরা এসব কাটিয়ে উঠেছি।আমরা বর্তমানে ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থের কথা ভেবে সবাই এক সাথে কাজ করছি।তপন দেবসিংহের জয় মানেই কালিয়াগঞ্জের উন্নয়ন।কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি দধি মোহন দেবশর্মা বলেন কালিয়াগঞ্জের উপ নির্বাচন কালিয়াগঞ্জের উন্নয়নকে এগিয়ে আনবে।

আরও পড়ুনঃ উপনির্বাচনের মনোনয়ন জমা তৃণমূল-বিজেপির

কারন তপন দেব সিংহ মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য প্রার্থী। তাই এই সুযোগ কালিয়াগঞ্জের মানুষ কখনই নষ্ট করবে না। কালিয়াগঞ্জ বিধান সভার উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ সবার কাছে আবেদন করেন কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থের কথা ভেবেই যেন এবার তাকেই আর্শিবাদ করেন।বুধবারের তৃণমূলের মিছিল ছিল চোখে পড়ার মত। মিছিল শেষ হবার পর তৃণমূলের বিশিষ্ট নেতৃবৃন্দদের সাথে কর্নজোড়ায় গিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তপনবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here