নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দুর্গাপূজার নবমীর দিন অর্থাৎ সোমবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া তৃণমূল ব্লক সভাপতি কুরবান শা সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকদের সাথে দলীয় কার্যালয়ে বৈঠক করছিলেন সেই সময় হঠাৎই কয়েক দুষ্কৃতী ঢুকে পড়ে এবং মুড়ি-মুড়কির মতো তৃণমূল ব্লক সভাপতি কুরবান শাহের উপর গুলিবর্ষণ করতে থাকে, সেই সময় গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কুরবান শা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইতিমধ্যেই এই ঘটনায় আব্দুল খালেক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বুধবার কোলাঘাট শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কুরবান শাহের খুনের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল সংঘটিত হল। স্থানীয় নেতৃত্বর দাবি যেভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারই প্রতিবাদে এই মিছিল।
আরও পড়ুনঃ গান্ধী সংকল্প যাত্রা হিলিতে
আরও দাবি, যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। ইতিমধ্যেই দলীয় সূত্রের খবর পুলিশ ১০ ভাগে ভাগ হয়ে তদন্ত শুরু করেছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই দোষীরা গ্রেফতার হবে। এই দিন এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584