অধ্যাপক অরুণ সরকারের জীবনাবসান

0
1032

নিজস্ব সংবাদদাতা,বহরমপুরঃ

চলে গেলেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন ইংরেজীর অধ্যাপক অরুণ কুমার সরকার।মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। একদিকে এই বয়সে পড়ে গিয়ে কোমরে চোট ,অন‍্যদিকে গলায় ক‍্যান্সার- সবমিলিয়ে শেষ ২১দিন  ধরে মৃত্যুর সঙ্গে রীতিমত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সরাসরি খাবার না খেতে পারার জন্য শেষের দিকে প্রথমে নাকের মধ্যে নল পুরে পরে পেটে ছিদ্র করে   তরল খাবার দিতে হচ্ছিল। অবশেষে গতকাল সকাল এগারোটা নাগাদ তিনি  থেমে যান।

ফাইল চিত্র

আজ ব‍্যঙ্গালোরেই তাঁর শেষকৃত‍্য সম্পন্ন হয় বলে তাঁর পরিবার সূত্রে জানা যায়। নদীয়ার করিমপুরে জন্ম নেওয়া অরুন বাবুর কলেজ জীবনের পড়াশোনা বহরমপুর কৃষ্ণনাথ কলেজেই। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর সেই কৃষ্ণনাথ কলেজেই অধ‍্যাপনা করেন। থাকতেন বহরমপুর টাউন ক্লাবের বিপরীতে তাঁর নিজের বাড়িতে। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য ছেলের  নিকট ব‍্যাঙ্গালোরেই বাস করতেন।

সহকর্মীদের সঙ্গে অরুণ বাবু

তাঁর লেখা বইয়ের মধ্যে অন‍্যতম হল , ‘Studies in Some 18th Century and Romantic Essays’।বরাবরই ঠোঁটকাটা মানুষ হিসেবে পরিচিত অরুন বাবুর ইংরেজি সাহিত্যে  অবদান অনস্বীকার্য হলেও কিন্তু কখনোই তিনি প্রচারের আলোয় আসতেন না। তাই বোধ হয়  চুপিসারেই চলে গেলেন, সবার অলক্ষ্যেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here