পেশাগত দাবী জেলাশাসক দফতরে টোটো চালকদের বিক্ষোভ

0
66

কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুরঃ

Professional demand protests of the District Collector
নিজস্ব চিত্র

শহরে অবৈধ টোটো চলাচল বন্ধ করা,নতুন টোটো কেনা বেচা বন্ধ করা, টোটো চালকদের নিরাপত্তার ব্যবস্থা করা, সমস্ত রুটে টোটো চালানোর অনুমতি প্রদান সহ বেশকিছু দাবিতে আজ পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দফতরের গেটে বিক্ষোভ দেখালো শহরের প্রায় দুই হাজারেরও বেশী টোটো চালকরা।এদিন সকালে শহরের জর্জকোর্ট ময়দান থেকে মিছিল করে টোটো চালকরা। এরপর তারা কালেক্টরেটে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।টোটো চালকদের অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় যাত্রী তুলতে গিয়ে অটো চালকদের হাতে মারধর খেতে হচ্ছে তাদের।বাসষ্ট্যান্ড, ষ্টেশন,কেরানীটোলা, সিপাইবাজার সহ বিভিন্ন জায়গায় তাদের টোটো ভাঙচুর করে তাদের মারধর করছে অটো চালকরা। বর্তমানে শহরে প্রায় ৩ হাজার টোটো চলে, যার অধিকাংশই অবৈধ। টোটো চালকরা বলেন, প্রশাসন নতুন টোটো বিক্রয় আটকাতে পারছেনা, ফলে মুড়ি মুড়কির মত শহরে টোটো ছেয়ে গেছে। তারা চান বৈধ টোটো ও অটোর ক্ষেত্রে একই নিয়ম করতে হবে এবং অবৈধ টোটো চলাচল বন্ধ করতে হবে প্রশাসনকে।তাদের দাবি যদি না মানা হয়, তাহলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Professional demand protests of the District Collector
নিজস্ব চিত্র

আরও পড়ুন: চালকের হাঁচিতে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা স্করপিওর,আহত ৫

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here