মনিরুল হক, কোচবিহারঃ
১৮ দফা দাবিতে দু’দিনের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভে সামিল হল জীবন বীমা এজেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া দিনহাটা শাখা।
এজেন্টদের প্রভিডেন্ট ফান্ড চালু এডুকেশন লোনের ব্যবস্থা এলআইসি-র পলিচি হোল্ডারদের বোনাস বৃদ্ধির ব্যবস্থা। বৃহস্পতিবার বেলা ১০টায় থেকে এলআইসি-র দিনহাটা শাখার সামনে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। আর এই অবস্থান বিক্ষোভ শুক্রবার বিকেল ৫ টা পর্যন্ত চলবে বলে জানান সংগঠনের কর্মকর্তারা।
আরও পড়ুনঃ বালুরঘাটে কংগ্রেসের আইন অমান্য আন্দোলন ঘিরে ধুন্ধুমার
এদিনের ওই অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের দিনহাটা শাখার সভাপতি ফনীভূষন বর্মন, সম্পাদক সন্তোষ ঘোষ, রামগোপাল সাহা, সজল রক্ষিত সহ আরও অনেকে।
ওই অবস্থান-বিক্ষোভে দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে ওই সংগঠনের সভাপতি ফনীভূষন বর্মন বলেন, “দেশে প্রায় ১৩ লক্ষ এজেন্ট রয়েছে। এলআইসির এই অর্থ দেশের নানা উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়।
অথচ বছরের পর বছর ধরে এজেন্টদেরকে বঞ্চিত করা হয়েছে। সারা দেশে ২০৪৮ টি শাখার সঙ্গে সঙ্গে এই দিনহাটা শাখাতেও দু’দিনের কর্মবিরতি ও অবস্থান- বিক্ষোভ হচ্ছে। এলআইসি যে বাজার থেকে বিপুল অর্থ সংগ্রহ করে তা এজেন্টদের মাধ্যমে।
তাইতো ১৮ দফা দাবির ভিত্তিতে এই অবস্থান-বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে সংগঠন। এদিনের এই এজেন্টদের কর্মবিরতির ফলে দিনহাটা এলআইসির শাখা অফিসে কাজ কর্ম হয়নি বলে জানা গেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584