কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রকল্প উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

0
85

মনিরুল হক,কোচবিহারঃ

Project in Agriculture University inauguration by development minister
নিজস্ব চিত্র

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যলয়ের পরিকাঠামো উন্নয়নে একাধিক কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার কোচবিহারের পুণ্ডিবাড়িতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কারিগরী ভবন, ছাত্রাবাস ও বিশ্ববিদ্যালয়ে বিদ্যুতের সুবিধার জন্যে সোলার প্যানেল লাগানোর কাজের শিলান্যাস করেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য আবদুল জলিল আহমেদ, কলেজের উপাচার্য চিরন্তন চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

Project in Agriculture University inauguration by development minister
নিজস্ব চিত্র

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় প্রায় ৭ কোটি ৫৩ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে ছাত্রাবাস গড়ে তলা হবে। কারিগরি ভবনের৪ জন্য গড়ে তোলা হবে পাঁচ তলা ভবন, এর জন্য ৯ কোটি ৪ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় হবে বলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের ব্যবস্থা উন্নত করতে ৭৮০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল তৈরি করা হবে। এতে খরচ হচ্ছে ৬ কোটি ৩৮ লক্ষ ৫২ হাজার টাকা।

আরও পড়ুনঃ মহিলাদের স্বনির্ভর কর্মক্ষেত্রের উদ্বোধনে জেলা পুলিশ সুপার

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরপ্রেরনায় ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন কারিগরি ভবন ও ছাত্রাবাস তৈরির কাজ এদিন থেকে শুরু হল। ওই পরিকাঠামো উন্নয়ন হলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here