কথা হয়েছিল দেড় লক্ষের,খুনের পর পেয়েছে ছাব্বিশ হাজার টাকা

0
86

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
কথা হয়েছিল খুন করলে মিলবে দেড় লক্ষ টাকা। কিন্তু শেষে মিলেছে ছাব্বিশ হাজার টাকা। সম্প্রতি শিলিগুড়ির ফুলবাড়ি বিস্কুট কারখানার এক শ্রমিকের খুনের ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো যখন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।অভিযুক্তকে জেরার পর দোসর প্রেম নয়,ভাড়াটে খুনির তথ্যই স্পষ্ট হচ্ছে স্ত্রী’র চক্রান্তে স্বামী খুনের ঘটনায়।

গত জুলাই মাসের ১২ তারিখে শিলিগুড়ির ফুলবাড়ি সংলগ্ন কাঞ্চনবাড়ি অঞ্চলে একটি বিস্কুট কারখানার কর্মরত নিতাই ভৌমিক নামে এক শ্রমিক হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তদন্তে নামে পুলিশ।এরপর তার স্ত্রী পূরবী ভৌমিকও নিখোঁজ হয়ে যায়। পরে তদন্ত জোরদার করলে পুলিশ নিতাই বাবুর বাড়ির পেছন থেকেই তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ধৃত অভিযুক্ত। নিজস্ব চিত্র

বিভিন্ন জায়গায় তল্লাশি করে গ্রেফতার করা হয় পূরবী ভৌমিক’কে। গ্রেফতারের পর জেরায় পূরবী জানায় এই খুনের সঙ্গে জড়িত রয়েছে দুই যুবক। যাদের মধ্যে মূল খুনি হিসেবে নাম উঠে আসে রতন বর্মন নামে এক যুবকের। এরপর সেই যুবকদের খোঁজ খবর শুরু করে পুলিশ। শেষে পুলিশ রতন বর্মনের সন্ধান পায়। বৃহস্পতিবার রাতে চ্যাংমারির কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, রতনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, কাঞ্চনবাড়িতে কাজ করতো রতন। সেসময় পূরবীর সঙ্গে পরিচয় হয়। পুলিশকে রতন জানায়,পূরবী তাকে বলেছিল দেড় লক্ষ টাকা দেওয়া হবে তার স্বামীকে খুন করলে। সেইমত রতনের সঙ্গে পূরবীর একটি মৌখিক চুক্তি হয়।পরে ১২ জুলাই বাড়ির জানালা খুলে রতনকে ভেতরে ঢোকায় পূরবী।ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করা হয় নিতাইকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here