মোহাঃ মোসারাফ হোসেন,বহরমপুরঃমাদ্রাসা সার্ভিস কমিশন রক্ষার জন্য চলতি মাসের সাত তারিখ থেকে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের মুর্শিদাবাদ জেলা শাখার স্থানীয় ব্লক সদস্যগণ বিভিন্ন মাদ্রাসা পরিভ্রমণ করে সচেতনতা বাড়িয়ে তোলার কাজ করে চলেছেন ৷কেননা , পশ্চিমবঙ্গ সরকার পোষিত ৬১৪ টি মাদ্রাসার শিক্ষক নিয়োগ করবে কে ? কমেটি না কমিশন !! এই নিয়ে ব্যাপক টালবাহান ও দড়িটানাটানি চলেছে , অবশেষে গত ৪ঠা এপ্রিল থেকে মামলার চূড়ান্ত শুনানী সুপ্রীম কোর্টে শুরু হয়েছে ৷ ঠিক এই মূহুর্তে গত ৭ ই এপ্রিল জঙ্গীপুর মুনিরিয়া হাই মাদ্রাসার ইউনিট ১ এবং ২ এ ফোরামের এক বিশেষ সভা থেকে কমিশনের পুনর্বহাল ও অতি দ্রুত শিক্ষক নিয়োগের জোরালো দাবী উঠল | প্রসঙ্গত উল্লেখ্য ,আবারও আগমী ১২ ই এপ্রিল ফের এই মামলার শুনানী হবে চূড়ান্ত আদালতে |
অন্যদিকে , গত ৯ ই এপ্রিল মাদ্রাসা শিক্ষা ও কমিশন বাঁচাতে মোমিনটোলা সিনিয়র মাদ্রাসায় বিশেষ আলোচনা সভা করা হয় ৷ মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরস্থিত মোমিনটোলা সিনিয়র মাদ্রাসায় শিক্ষকের অভাবে বেহাল দশা। এই মাদ্রাসায় সুপ্রীম কোর্টে মাদ্রাসার কেস বিষয়ক এক আলোচনা চক্রের আয়োজন করে জঙ্গীপুর টিম ফোরাম ৷ শিক্ষক এবং ম্যানেজিং কমিটি উভয়ই খুব আন্তরিকতা দেখিয়েছেন ৷ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম সদস্য রুহুল আমিন , মুহাম্মদ মোশারাফ হোসেন ,আসিফ ইকবাল , মাসকুরা খাতুন, আসমা খাতুন, মোতাহার হোসেন প্রমুখ । এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষক মহাশয় ৷ বর্তমান পরিস্থিতিতে চূড়ান্ত আদালতে মাদ্রাসা বিষয়ক যে শুনানী হয়েছে , তার উপর বিস্তারিত আলোচনা করেন ফোরামের সাগর দিঘি ব্লক প্রেসিডেন্ট মুহাম্মাদ মোশারাফ হোসেন । এছাড়াও সভার সামনে বর্তমান মাদ্রাসা সমস্যা ও সমাধান বিষয়ে বক্তব্য পেশ করেন ফোরাম সদস্য রুহুল আমিন | মাদ্রাসার শিক্ষকগণ ফোরামকে সার্বিক সাহায্যের হাত বাড়িয়ে দেন । সকল শিক্ষকই ফোরামকে আর্থিক সাহায্য করার আন্তরিকতাও দেখিয়েছেন।
আবার ১০ ই এপ্রিল পামাইপুর হাই মাদ্রাসায় কমিশন রক্ষার্থে এক সচেতন সভা অনুষ্ঠিত হলো ৷ পমাইপুর হাই মাদ্রাসার ইউনিট-১ ও ২ এবং পমাইপুর আলিয়া সিনিয়র মাদ্রাসায় আলোচনা করা হয়। সকল শিক্ষকই মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষের লড়াইয়ে আন্তরিকভাবে ফোরামের পাশে থাকার মত প্রকাশ করেন । আর্থিক সাহায্যের হাতও বাড়িয়ে দেন। পমাইপুর হাই মাদ্রাসা ফোরামের পক্ষ থেকে আলোচনায় উপস্থিত ছিলেন রানিনগর টিম ফোরামের সদস্য সাফিকুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মাসুদ বিল্লা, মিজান হাসান ও অনন্য সদস্য। ফোরামের অন্যতম সক্রিয় সদস্য সাফিকুল ইসলাম সুপ্রিম কোর্টে মাদ্রাসায় নিয়োগ নিয়ে যে কেশ চলছে তার গতিপ্রকৃতি আলোচনা করন। তিনি সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের আহ্বান জানালেন একত্রিত হয়ে ফোরামকে সাহায্য করার জন্য। সকলেই ফোরাম কে সার্বিকভাবে সাহায্যের আশ্বাস দেন ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584