নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
নতুন নাগরিকত্ব বিলের বিরোধিতা করে দিনহাটায় মশাল মিছিলের মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কর্মী সমর্থকরা।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নার থেকে বিধায়ক উদয়ন গুহ নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকদের মশাল মিছিল শহর পরিক্রমার পর পাঁচ মাথার মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুল দাহ করা হয়।
আরও পড়ুনঃ সিএএ-বিরোধী তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা কানকিতে
এদিনের এই মিছিলে বিধায়ক উদয়ন গুহ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলা কার্যকরী সভাপতি প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, দিনহাটা পুরসভার কাউন্সিলার অসীম নন্দী, গৌরীশংকর মহেশ্বরী, জেলা তৃণমূল কংগ্রেস নেতা পার্থ নাথ সরকার, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন , দিনহাটা বিধানসভা কার্যকরী কমিটির আহ্বায়ক বিষ্ণুর সরকার, যুব তৃণমূল নেতা অজয় রায় , সাবির সাহা চৌধুরী, গীতালদহ ১ গ্রাম পঞ্চায়েত প্রধান আবুয়াল আজাদ প্রমুখ।
আরও পড়ুনঃ এনআরসি-সিএএ’র প্রতিবাদে মিছিল বাঁকুড়ার
এদিনের এই মিছিল দিনহাটা শহর পরিক্রমা পর শহরের ব্যস্ততম পাঁচ মাথার মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহুর কুশপুতুল দাহ করা হয়।এদিন তৃণমূলের এই মশাল মিছিল ও কুশপুতুল দাহকে ঘিরে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ে।
এদিন মশাল মিছিল ও কুশপুতুল দাহ শেষে দিনহাটা পৌরসভার পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ বলেন সারা রাজ্য জুড়ে এনআরসি এবং নাগরিকত্ব(সংশোধনী) আইনের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে উঠেছে। তার প্রমাণ পাওয়া গেল দিনহাটায়।
আরও পড়ুনঃ গণতান্ত্রিক আন্দোলনের বার্তা দিয়ে তৃণমূলের মিছিল
স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছে। মানুষের একটাই কথা এনআরসি হতে দিচ্ছি না এবং নতুন নাগরিকত্ব (সংশোধনী) আইন লাগু হতে দিচ্ছি না। এই আন্দোলনের নামে যারা বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আমরা তার বিরোধিতা করছি। এই আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আরো জোরদার করে তুলতে এদিন বিধায়ক উদয়ন গুহ সকলের কাছে আবেদন জানান।
দলের কোচবিহার জেলা কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায় বলেন জনবিরোধী এনআরসি এবং নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যজুড়ে আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের অংশ হিসেবে দিন দিন হাঁটাতেও মশাল মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেয়।
এ দিনের মিছিলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও তিনি উল্লেখ করেন। এদিন এই মশাল মিছিল ও কুশপুতুল দাহ কে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে শহরে ব্যাপক যানজট শুরু হয়। কিছুক্ষণের জন্য কার্যত থমকে পড়ে শহর দিনহাটা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584