নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এবার পরিবেশ দূষণের প্রতিবাদে পথে নামল স্থানীয় বাসিন্দারা। এমনই এক ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক এলাকার হাসপাতাল মোড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জেলা হাসপাতালের সামনে মেডিকেল কলেজ তৈরি করার ফলে এলাকায় বাড়ছে ধুলোবালি ও দূষণ।
কারণ নির্মাণ সামগ্রী রয়েছে রাস্তার যেখানে সেখানে, ফলে বাতাসে বাড়ছে ধূলিকণা, এলাকায় ধুলায় মগ্ন।
এর ফলে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষ।
অবশেষে এই দুজনের বিরুদ্ধে প্রতিবাদের পথ বেছে নেয় এলাকা বাসিন্দারা, শুক্রবার নির্মাণ সামগ্রী নিয়ে আসা ডাম্পার গাড়িগুলোকে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ঠিকা কর্মীরা উপস্থিত হয়। বেশ কিছুক্ষন ধরে এলাকাবাসীদের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে এলাকাবাসীকে আগামী দিনে এলাকা পরিষ্কার রাখার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584