ফরাক্কা এনটিপিসি-তে নতুন শ্রমিক নিয়োগের প্রতিবাদে পথ অবরোধ

0
48

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

নতুন শ্রমিক নিয়োগের কারণে বিক্ষোভ পুরনো শ্রমিকদের।

বিক্ষোভ। নিজস্ব চিত্র

ফরাক্কা এনটিপিসি শাটডাউন শ্রমিকরা এনটিপিসি ব্রিজের সামনে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে আটকে পড়ে এনটিপিসি কর্মচারীরা।

আজেম সেখ। নিজস্ব চিত্র

বিক্ষোভকারীদের অভিযোগ এনটিপিসি তিন নম্বর ইউনিটের ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যেখানে উৎপাদন হয় সেখানে শাটডাউনের কারণে যে সমস্ত শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সেই সমস্ত শ্রমিকদেরকে কাজ না দিয়ে যে কোম্পানি নতুন কাজ পেয়েছে তারা এবার কাহালগাঁও থেকে লোক নিয়ে এসে কাজ করাচ্ছে।

টিপু সুলতান। নিজস্ব চিত্র

এই কারনেই তাদের সকাল থেকে এই বিক্ষোভ কর্মসূচি। তাদের দাবি অন্য কাউকে কাজে রাখার আগে তাদের সাথে কথা বলতে হবে। দীর্ঘদিন ধরে তারা এখানে কাজ করছে ঠিকা শ্রমিক হিসেবে, নতুন কাউকে সেই জায়গায় দেওয়া যাবেনা। এটাই তাদের সংসার চালানোর একমাত্র পথ। দরকারে পরিবারকে নিয়ে এসে তারা পথ অবরোধ করে বসে থাকবে যতক্ষণ না তাদের এই সমস্যার সমাধান এনটিপিসি- র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষরা করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here