মো: আমিনুল হক, বেলডাঙ্গা,মুর্শিদাবাদ:
মায়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদ জানিয়ে বিশাল মিছিল বের করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কাজিসাহের জাগরনমঞ্চ।
কাজিসাহ থেকে বেগুনবাড়ি পর্যন্ত কুড়ি হাজারেরও বেশি লোক হয় এই মিছিলে। ।মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মাবলম্বি বুদ্ধিজীবি ব্যাক্তিবর্গ ও সাধারণ মানুষ। জাগরন মঞ্চ এর সম্পাদক তাজমত সেখ বলেন-” যে যেখানেই মানুষ অন্যায়ের শিকার সেখানেই আমরা এগিয়ে আসি বিবেকের তাড়নায় মানুষের পাশে দাঁড়াতে।”
তাঁর মতে মায়নমারের সরকার তাদেরই দেশের নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে। শুধু তাই নয় নাগরিকত্ব কেড়ে নিতে তাদেরকে নৃশংস ভাবে হত্যা চালাচ্ছে। যার বলি হচ্ছে শিশু সহ নিরপরাধ মানুষ, যা মানবতা বিরধী।মিছিল শেষে সভায় তারা ভারত সরকারকে অবিলম্বে মায়ানমার সরকারের উপর বিভিন্ন দিক থেকে কূটনৈতিক চাপ সৃষ্টি করার অনুরোধ জানান যাতে মায়ানমার সরকার রোহিঙ্গাদের নগরিকত্ব ফিরিয়ে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584