শ্যামল রায়,পূর্বস্থলীঃ
ইন্ডিয়ান অয়েলের সমুদ্রগড় অটো সার্ভিসের তেলের পাম্প থেকে জল বের হওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম কান্ড ঘটে গেল নাদন ঘাট মোড়ে। রবিবার রাতে নাদন ঘাট মোড়ে অবস্থিত তেলের পাম্পে শতাধিক তেল নিতে আসা গ্রাহকরা বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ যে তাঁরা যে ডিজেল পেট্রোল ক্রয় করেছেন তার অধিকাংশই জল মেশানো।ক্রেতারা ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভে ফেটে পড়েন এমনকি উত্তেজিত জনতা পাম্পের কর্মীদের উপর মারধর করা হয় বলে অভিযোগ।দ্রুত ঘটনাস্থলে নাদন ঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এবং সোমবার থেকে ওই তেলের পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মতো তেল যারা নিয়েছিলেন তাদেরকে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেলের পাম্পের বর্তমান ম্যানেজার বিবেক পাল। তিনি আরো জানিয়েছে যে গত ১১ আগস্ট পেট্রোল এই পাম্পে এসেছে আটহাজার লিটার সেইসাথে ডিজেল এসেছে বারোহাজার লিটার।তেল পাম্পের মালিক তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে,ইতিমধ্যে আমরা সেলস অফিসারকে বিষয়টি জানিয়েছি।আজকেই তদন্তে আসবেন তিনি।তবে তেলের পাম্পের ম্যানেজার বিবেক পাল জানিয়েছেন যে উর্দ্ধতন কর্তৃপক্ষ জানিয়েছেন যে আমরা ১১ আগস্ট থেকে যত তেল ছেড়েছি সব তেলের মধ্যেই জলের অভিযোগ পাওয়া গিয়েছে কিন্তু কী কারণে জল এলো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
সোমবার দেখা গেল যে ওই তেলের পাম্পের যে ধরনের পরিকাঠামো দরকার এই তেলের পাম্পে এসে পরিকাঠামোই নেই।নিচু জায়গা অল্প বৃষ্টি হলেই গোটা চত্বর জলে ডুবে যায়।তবে অনেককেই এই ঘটনার কারণে তাদের ক্ষতিপূরণ দিতে হয়েছে।এমনকি তেলের দামসহ বিভিন্ন যানবাহনের সার্ভিসিং চার্জ ও তাদেরকে বহন করতে হয়েছে।
অর্থাৎ রবিবার রাতে যে ধরনের হামলা সংঘটিত হয়েছিল ভীষণভাবে আতঙ্কিত তারা। সোমবার সকালে জানালেন পাম্পের কর্মী নিমাই সরকার ও বিবেক পালসহ উপস্থিত অনেকেই।
তবে সমুদ্রগড় অটো সার্ভিস তেলের পাম্প নিয়ে মাঝেমধ্যেই নানান ধরনের অভিযোগ ওঠে বলে খবর।তবে ডিজেল পেট্রোল এর মধ্যে জল মেশানোর এই অভিযোগ যে ভয়ংকর হাড়ে হাড়ে টের পাচ্ছেন ওই পাম্পের কর্মীরা। সোমবার তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ চোখে পড়লো।তবে পাম্পের পরিকাঠামো যথেষ্টই খারাপ তা প্রতিবেদকের চোখ এড়িয়ে যায় নি। পরিকাঠামোর ত্রুটি থাকার কারণে তেলের সাথে জল মিশে যায় এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় মানুষজন। তবে তেলের সাথে জল মিশলো কি করে?প্রশ্ন উঠেছে তাহলে এর আগেও কি এই ধরনের ঘটনা কারো নজরে আসেনি? এখন তাহলে এই ধরনের ঘটনা ঘটল কী করে?এইসব নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে ওই তেলের পাম্প ঘিরে।এলাকার মানুষ দাবি করেছেন তেলের পাম্প নিয়ে তদন্ত হওয়া দরকার না হলে এই পাম্প থেকে যারা ডিজেল পেট্রোল নেন তাদের যানবাহন খারাপ হওয়ার সম্ভাবনাই থেকে যায়। তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল তেলের পাম্প।সোমবার ওই পেট্রোল পাম্পে গিয়ে দেখা গেল যে বেশ কয়েকটি জারে জল মেশানো তেলের নমুনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584