জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই, প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ কান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সমর্থকরা। উল্লেখ্য, এই ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে জয়দেব ঘটককে। কিন্তু স্থানীয় তৃণমূল সমর্থকদের দাবি, ‘আমরা ওকে চিনি না, বাইরে থেকে প্রার্থী আমরা মানব না, আমরা মধু দত্তকে লকডাউনের সময় যে কোনো বিপদে পেয়েছি, তাকেই প্রার্থী করতে হবে নইলে আমরা মানব না।’ সেই কারণে আজ তৃণমূলের ২ নম্বর ওয়ার্ডের কর্মীরা বিক্ষোভ দেখালেন।

কান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়দেব ঘটক (টনের) -এর বিরুদ্ধে কান্দি পৌরসভার কলাবাগান মনসা মন্দিরের সামনে বিশিষ্ঠ সমাজসেবী মধু দত্তের শতাধিক কর্মী সমর্থক। তাদের দাবি, কান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের আপদে বিপদে সবসময় মধু দত্ত থাকেন কিন্তু তাকে প্রার্থী না করে জয়দেব ঘটককে প্রার্থী করেছে তৃণমূল নেতৃত্ব। মধু দত্তকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী না করায় এই বিক্ষোভ।

আরও পড়ুনঃ পৌরসভার ভোট ঘোষণা হতেই কান্দিতে পুলিশ প্রশাসনের রুট মার্চ
শনিবার বিকেলে এই বিক্ষোভে মধু দত্তের শতাধিক কর্মী সমর্থকেরা ভোট বয়কটের ডাক দেন যদি প্রার্থী তালিকা সংশোধন না করা হয়। পাশাপাশি কান্দি শহর জুড়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে কান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্থী তালিকা থেকে নাম প্রত্যাহার করে মধু দত্তকে প্রার্থী করার জোরালো ডাক দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584