সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন দোকান বন্ধ করে বিক্ষোভ গ্রাহকদের

0
44

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ঘোড়ামারা অঞ্চল ও গড়াইমারি অঞ্চলের ডিলারের বিরুদ্ধে রেশন কম দেবার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে।

Ration line | newsfront.co
রেশন নিতে লাইন গ্রাহকদের। নিজস্ব চিত্র

শুক্রবার সকালে যখন সবাই রেশন নিতে যায় তখন দেখেন যে, শুধু চাল দিচ্ছেন তাও আবার এক কিলো করে।কিন্তু রাজ্য সরকার ঘোষণা করছেন যে প্রতি কার্ড পিছু ২ কিলো চাল,ও গম বা আটা ২.৮০০ করে পাবেন সেখানে দাঁড়িয়ে এই ভাবে রেশন দিচ্ছেন ডিলার আব্দুল ওয়াহেদ মণ্ডল।

Abdul Mandal | newsfront.co
আব্দুল ওয়াহেদ মণ্ডল, অভিযুক্ত রেশন ডিলার। নিজস্ব চিত্র

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রেশন দোকান বন্ধ করে দেন স্থানীয়রা। যদিও পরে আবার রেশন দোকান খোলেন।ডিলারকে জিজ্ঞেস করলে বলেন যে সামগ্রী কম থাকার কারণে আমরা রেশন কম করে দিচ্ছি।

আরও পড়ুনঃ লকডাউনে রায়গঞ্জে মাস্ক বিলিকে কেন্দ্র করে বির্তকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী

local | newsfront.co
স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

অন্যদিকে ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবিকে জিজ্ঞেস করলে বলেন যে, “কোনও সামগ্রী কম নেই, আমরা সব সামগ্রী পৌঁছিয়ে দিয়েছি রেশন ডিলাদের কাছে। তবে কেন জিনিশ কম দিচ্ছে সেই বিষয়টা আমার জানা নেই। তবে আমি খোঁজ নিচ্ছি আর এমন করলে আইনত ব্যবস্থা নেব আমরা”।

তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে সরকার যতই বলুক না কেন সাধারণ মানুষের কাছে সেই সব সাহায্য পৌঁছানোয় আগেই সব শেষ। যেখানে গোটা দেশের মানুষ অসহায় আর তাদের রেশন নিয়ে ছিলিমিনি খেলছেন রেশন ডিলাররা। সরকার ঘোষণা করার পরও কেন রেশন পাচ্ছেন না সাধারণ অসহায় মানুষ সেই প্রশ্ন থেকে যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here