মনিরুল হক, কোচবিহারঃ
সরকারি নির্দেশ মেনে স্কুলে চাল আলু সঠিক ভাবে বণ্টন না হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবক অভিভাবিকরা। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের খোলটা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার খোলটা মক্তব নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে।
জানা যায় গত মার্চ মাসে লকডাউন শুরুর পর সরকারি নির্দেশ ছিল মিড’ডে মিলের বদলে ছাত্র প্রতি ২ কেজি করে চাল ও আলু দেওয়ার। কিন্তু সেই বার চাল না দিয়ে শুধু আলু দেওয়া হয়েছিল। এদিন ফের খাদ্য সামগ্রী দেওয়া হয় ঠিকই, কিন্তু ছবিটা উল্টো।
ছাত্রদের মাথা পিছু শুধু চাল দেওয়া হয়, এবারে আর আলু দেওয়া হয়নি। তাও আবার ৩ কেজি করে দেওয়ার কথা বলা হলেও দোকানে গিয়ে মেপে দেখা যাচ্ছে পরিমাণে চাল অনেকটাই কম। আর এতেই ক্ষুব্ধ হয়ে পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এর পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির কোচবিহারের ৩/১২ নম্বর মণ্ডল সম্পাদক অমিত দাস।
আরও পড়ুনঃ খাদ্য দফতর তালা বন্ধ, ক্ষুব্ধ রেশন গ্রাহকদের আশ্বাস পঞ্চায়েত সভাপতির
এ বিষয়ে তিনি জানান, “সরকার এক রকম ভাবে ঘোষণা করছে। প্রশাসন আরেক রকম ভাবে ব্যবস্থা করছে। আর স্কুল গুলোতে দেওয়া হচ্ছে আরেক রকম ভাবে। ফলে এই লকডাউনের সময় সাধারণ ছাত্রছাত্রীদের প্রতারিত হতে হচ্ছে। বিষয়টি নিয়ে ব্লক উন্নয়ন আধিকারিককে অভিযোগ করা হয়েছে।দেখা যাক এখন কি ব্যবস্থা নেয়।”
তবে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গালামাল ব্যবসায়ী দীপক ভাওয়াল বলেন,এদিন চাল পাওয়ার পর আমার দোকানেই মাপতে এসেছিলেন কয়েকজন অভিভাবক। তখন চাল কম দেওয়ার প্রসঙ্গ নজরে আসে। তবে স্কুলের প্রধান শিক্ষক নবেন্দু দত্ত সাথে সাথে সঠিক পরিমাণ চাল যাতে পায়, তার ব্যবস্থা করেন।
যদিও স্কুলের প্রধান শিক্ষক নবেন্দু দত্ত জানান, মার্চ মাসে কোভিড-১৯ এর যে এলোটমেন্ট সেটা পাওয়া যায়নি। তাই তখন শুধু আলু দেওয়া হয়েছিল। আবার এদিন চাল আসলেও পাওয়া যায়নি আলু। পরে অবশ্য স্থানীয় একটি সেলফ হেলফ গ্রুপ আলু দিতে রাজি হয়েছে। সেটা পেলে কালই দেওয়া হবে।
এমনকি এদিন চাল কম দেওয়ার প্রসঙ্গ নিয়ে প্রধান শিক্ষক বলেন, “যারা মেপে চাল প্যাকেট করেছিল, তাঁরা একটি মগ দিয়ে চাল মেপে দিয়েছিল। ফলে কোথাও একটু কম। আবার কোথাও একটু বেশী গিয়েছে। অভিযোগ ওঠায় সেটাও সঠিক ভাবে ওজন করে দেওয়া হয়েছে। এই নিয়ে এখন আর কোন অভিযোগ নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584