মনিরুল হক,কোচবিহারঃ
ব্যাঙ্কের ঠিকা কর্মীদের ছাঁটাইের প্রতিবাদে ব্যাঙ্কের কোচবিহার জোনাল অফিসের সামনে বিক্ষোভ দেখালেন ঠিকা কর্মীরা।আজ কোচবিহারের সেন্ট্রাল ব্যাঙ্কের জোনাল অফিসের সামনে বিক্ষোভ দেখায় ব্যাঙ্ক কন্ট্রাকচুয়াল এন্ড কন্ট্রাক এন্ড ওয়ার্কমেন ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল এর কর্মীরা। তাঁদের দাবী,সেন্ট্রাল ব্যাঙ্কের নুন্যতম মজুরী সহ ব্যাঙ্কের নিরাপত্তা কর্মীদের বেআইনি ভাবে ছাঁটাই করার প্রতিবাদে ওই সংগঠনের পক্ষ ঠেকে বিক্ষোভ দেখানো হয়।
আরও পড়ুনঃ শ্রমিক মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ কর্মী সংগঠনের
সংগঠনের নেতা প্রদীপ মণ্ডল বলেন,সারা দেশ জুড়ে কয়েক লক্ষ ঠিকা নিরাপত্তা কর্মী ছাঁটাই হয়েছে।সেই ছাঁটাইয়ের ভাগীদার সেন্ট্রাল ব্যাঙ্কের কর্মীরাও।ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ২৫২ জন কর্মীকে ছাটাই করা হয়েছে।এই ছাঁটাইয়ের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছি সংগঠনের পক্ষ থেকে কলকাতায় ব্যাঙ্কের প্রধান কার্যলয়ে স্মারকলিপি জমা দিয়ে লাগাতার আন্দোলনে নামব।
পাশাপাশি প্রতিটি জেলার জোনাল অফিসে অবস্থান কর্মসুচীর মধ্য দিয়ে কতৃপক্ষকে স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে।স্মারকলিপি জমা দেওয়ার পর ব্যাঙ্ক কতৃপক্ষ এবং কেন্দ্রের সরকারের সদুত্তর না দিলে জেলায় জেলায় আন্দোলন করে কলকাতায় সেন্ট্রাল ব্যাংকের সামনে পরিবার নিয়ে আমরা লাগাতার অনশনে বসা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584