বহরমপুরে সরকারী কর্মচারীদের বিক্ষোভ

0
71

নিজস্ব সংবাদদাতা,বহরমপুরঃ

পঞ্চায়েত ভোটে বলি রাজকুমার রায়ের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবীতে এবং রাজ‌্য সরকারী কর্মচারীদের বকেয়া ডি এ পরিশোধের দাবীতে শিক্ষক, অধ‌্যাপক, এল আই সি কর্মী, রাজ‌্য সরকারী কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জয়েন্ট ফোরাম “১২ই জুলাই কমিটি”র ডাকে বিক্ষোভ অবস্থান অনুষ্ঠিত হয় বহরমপুর শহরে টেক্সটাইল কলেজ মোড়ে। অবস্থান বিক্ষোভে নানাস্তরের নেতৃবৃন্দ তুলে ধরেন সরকারী কর্মীদের প্রতি সরকারের বঞ্চনার চিত্র।

নিজস্ব চিত্র

মূল বক্তা, এ বি টি এ নেতা ও সাংসদ বদরুদ্দেজা খান মৃত প্রিসাইডিং অফিসারের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দানের পক্ষে জোর সওয়াল করেন। পাশাপাশি সমস্ত স্তরের সরকারী কর্মচারীদের প্রাপ‌্য বকেয়া ডি এ দানের ক্ষেত্রে সরকারী টালবাহানাকে ব‌্যাঙ্গ করেন তিনি ও সরকারী কর্মচারীদের কুকুরের সঙ্গে তুলনা করার সরকারী দৃষ্টিভঙ্গিকে তুলোধোনা করেন। এছাড়াও বক্তব‌্য রাখেন কো অর্ডিনেশন কমিটির পক্ষে সুকোমল সরকার এবং এবিপিটিএ নেতা এহেসান আলি। কর্মচারীদের প্রাপ‌্য সুযোগ সুবিধা কেড়ে নেওয়ার প্রতিবাদের আন্দোলনের আহ্বান রাখেন তারা। সভার সভাপতি সন্দীপ দাশগুপ্ত সকল শুন‌্যপদে নিয়োগের দাবী জানান। বিক্ষোভ অবস্থান শেষে ‘১২ই জুলাই কমিটির’ পক্ষে একটি প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here