মনিরুল হক, কোচবিহারঃ
এনআরসি-সিএএ’র প্রতিবাদে গোটা রাজ্যের সাথে কোচবিহারেও হল অবস্থান-বিক্ষোভ কর্মসূচী। শনিবার কোচবিহার শহরের সুনীতি রোডের ব্রাহ্মমন্দির সংলগ্ন ঘাসবাজারে এই অবস্থান বিক্ষোভ করা হয়। এদিনের এই কর্মসূচীর নেতৃত্ব দেন দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী।
এই ধরনা মঞ্চে যোগ দিয়ে দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী বলেন, কেন্দ্রীয় সরকার নতুন আইন চালু করে গোটা দেশজুড়ে এক বিভাজনের রাজনীতি করছে। এই সাম্প্রদায়িক রাজনিতির ফলে দেশজুড়ে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। আমরা নো এনআরসি নো ক্যাব এই স্লোগানকে সামনে রেখে গোটা রাজ্যেই আমরা ধারাবাহিক আন্দোলনে নেমেছি।
তিনি আরও বলেন, এই বাংলায় আমরা এনআরসি ও সিএএ হতে দেব না। ইতিমধ্যেই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই ইস্যুতে আন্দোলন করছেন কেন্দ্রের এই কালা আইনের বিরুদ্ধে।
আরও পড়ুনঃশিয়ালদহে কবিতা রচনা-আবৃত্তি কর্মশালা অনুষ্ঠান
বিজেপিকে সাম্প্রদায়িক শক্তি বলে উল্লেখ করে মিহিরবাবু বলেন রাজনৈতিকভাবে কোনঠাসা করতে গোটা দেশের সাথে এই বাংলাতেও তার একই চেষ্টা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584