অবৈধ অটো রুখতে পথে নামল বাস মালিক সংগঠন

0
78

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

বেআইনি অটো রুট রুখতে পথে নামলো বাসসমালিক সংগঠন।নোদাখালি থানার বুড়ুল মোড়ের ঘটনা।পথে নেমে এদিন অবৈধ অটো অাটকালো বাস মালিক সংগঠন।

protest of bus owner | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।অভিযোগ নব্বইয়ের দশক থেকে বজবজ বাস অ্যাসোসিয়েশান দুটি রুটের পঞ্চাশটির বেশি বাস চালায়।একটি ৭৭এ ৩০টি অপর রুট ৭৭ বি ২০ টি।

বিড়লাপুর থেকে ধর্মতলা যার দূরত্ব ৩০ কিলোমিটার।বর্তমানে ভারা ১৪ টাকা।কিন্তু মাঝের হাট ব্রিজ ভেঙে যাওয়ার পর সমস্যা বাঁধে বাসমালিক সংগঠনদের।ঘুরপথে অধিক ব্যায়ে সমস্যায় পরে গাড়ি চালাতে।আবার গোদের উপর বিষ ফোড়া হয়ে দাঁড়ায় স্থানীয় অটো চালকদের দৌরাত্ম্য।

protest of bus owner | newsfront.co
নিজস্ব চিত্র

মালিক সংগঠনের অভিযোগ বিড়লাপুর থেকে যে অটো বডবজ দিকে চলাচল করে তাদের বেশির ভাগ রুট পারমিট নেই। বুরুল,নোদাখালি রুটে রয়েছে অনেকের পারমিট।

ফলে বিনা রুট পারমিটে অবৈধ ভাবে চলছে পঞ্চাশটির বেশি অটো।যার দেখভাল করছে অটোর বিভিএম ইউনিয়ন।বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব তৃণমূলের এই ইউনয়টি নেপথ্য রয়েছে।

auto driver | newsfront.co
মোহাঃ শহিদুল আনসারি, অটো চালক।নিজস্ব চিত্র

অন্যদিকে গত দেড়মাস আগে শতাধিক অটো নামে অবৈধ ভাবে।ফলে ৫০ টির বেশি বাস চলাচল ভবিষ্যতে অনিশ্চিৎ হয়ে পরতে চলেছে। ফলে ক্ষতির মুখে পরে ভরতুকি দিয়ে অনেক বাস বন্ধ করে দিয়েছে।

Bus member | newsfront.co
সেখ মোজাফফর আলি,বাসকর্মী।নিজস্ব চিত্র
protest of bus owner | newsfront.co
নিমাই হাজরা,সম্পাদক বজবজ বাস অ্যাসোসিয়েশন।নিজস্ব চিত্র

বজবজ বাস অ্যাসোসিয়েশান ওয়ার্কার ইউনিয়ন পরিবহন দফতর থেকে নোদাখালি পাশাপাশি স্থানীয় প্রশাসনকে জানিয়ে সুরাহ না মেলায় পথে নেমে বন্ধ করার সিদ্ধান্ত নেয়।রুটপারমিট না নিয়ে অটো চালকেরা সমস্যায় পরেছেন।

আরও পড়ুনঃ উন্নাও কাণ্ডের প্রতিবাদে মহিলা কংগ্রেসের কর্মীদের বিক্ষোভ মিছিল

protest of bus owner | newsfront.co
অবন চ্যাটার্জী,সাধারণ সম্পাদক বজবজ মহেশতলা অটো চালক অ্যাসোসিয়েশন।নিজস্ব চিত্র

যদিও বিবিএম ইউনিয়ন সম্পাদক বিষয়টি নিয়ে বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন।অবৈধ চলাচলের কথা স্বীকার করেছেন।নেপথ্যে থাকা শুধু শাসকদলের তকমা রয়েছে বলে কি আজ অটো দৌরাত্ম্য দাপিয়ে চলছে!উঠছে প্রশ্ন।সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথ বাছার হুমকি দুটি রুটের বাস মালিক সংগঠনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here