বিলকিস বানুর ধর্ষণকারীদের মুক্তি দেওয়ার প্রতিবাদে গণসংগঠনগুলির ডাকে কলকাতায় প্রতিবাদ সভা

0
75

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বিভিন্ন গণ সংগঠনের ডাকে কলকাতার রানু ছায়া মঞ্চে বিলকিস বানুর ধর্ষণকারীদের মুক্তি দেওয়ার প্রতিবাদে ধিক্কার জানিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সভায় বক্তব্য পেশ করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, বন্দী মুক্তির ছোটন দাস ও ভানু সরকার, এফ.ডি.সি (FDCA) এর আব্দুল আজিজ, ধার্মিক জন মোর্চার শাদাব মাসুম, এপিসিআর-এর (APCR) আব্দুস সামাদ, সদ্ভাবনা মঞ্চের সেখ তাহেরউদ্দিন, সুজাউদ্দিন আহমেদ, সমাজকর্মী মলয় তেওয়ারি, সাবির আলি প্রমুখ।

নিজস্ব চিত্র

মানবাধিকার কর্মী সুজাত ভদ্র বলেন, বিলকিস বানুর ধর্ষণকারীদের মুক্তি দিয়ে গুজরাটের বিজেপি সরকার চরম ঘৃণিত ও মানবতা বিরোধী জঘন্য অপরাধ করেছে। তিনি উল্লেখ করেন, ২০০২ সালে গুজরাট গণহত্যা, ধর্ষণ ও হত্যালীলার যুক্ত এই ১১ জনকে মুক্তি দিয়ে সরকার দাঙ্গাবাজ ও ধর্ষণকারীদের এই জঘন্য কাজে আরো উৎসাহিত করছে। যা আগামীদিনের জন্য খুবই ভয়ঙ্কর। তিনি অবিলম্বে এই অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানান।

নিজস্ব চিত্র

ধার্মিক জন মোর্চার শাদাব মাসুম সাহেব বলেন, এই ঘটনা সকল বিবেকমান মানুষকে উৎকণ্ঠার ভিতরে ফেলে দিয়েছে। আইনের শাসনকে তোয়াক্কা না করে যেভাবে ধর্ষণকারী ও হত্যাকারীদের মুক্তি দেওয়া হয়েছে তা বিরল ঘটনা। তিনি আরো উল্লেখ করে, সব চাইতে নির্লজ্জের মত ঘটনা হলো এই অপরাধীদের মিষ্টি ও ফুল দিয়ে বরণ করা হয়েছে যা দেশের আইনের শাসন ও বিচার ব্যবস্থার প্রতি চরম আঘাত। তিনি অবিলম্বে এদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। এছাড়াও আব্দুস সামাদ, ছোটন দাস, ভানু সরকার সহ সকলেই এর বিরুদ্ধে সরব হোন। সকল শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সহ ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল গুলিকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here