সুদীপ পাল,বর্ধমানঃ
কেন্দ্রের বিরুদ্ধে রাষ্ট্রয়াত্ত্ব সংস্থা বিলগ্নিকরণ ও কোলিয়ারি বন্ধের চেষ্টার অভিযোগে জেলার নানা প্রান্তে অবস্থান বিক্ষোভ করল নানা শ্রমিক সংগঠন। কেন্দ্রের ৪২টি রাষ্ট্রয়াত্ত্ব কারখানার বিলগ্নিকরণের চেষ্টা করছে এই অভিযোগে বিভিন্ন কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিক্ষোভ দেখালো কেকেএসসি।
সংগঠনের সাধারণ সম্পাদক হরেরাম সিংহ অভিযোগ করেন, ইতিমধ্যে ইসিএলের কুড়িটি ভূগর্ভস্থ খনি বন্ধ করে দেওয়া হয়েছে। কয়লা মজুত থাকা সত্ত্বেও ভূগর্ভস্থ খনি বন্ধ করার চক্রান্ত চলছে।
অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব রাষ্ট্রয়াত্ত্ব সংস্থাগুলিকে বাঁচাতে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করলো। চিত্তরঞ্জন রেল কারখানা, অ্যালয় স্টিল প্লান্ট এবং বিভিন্ন খনি বেসরকারিকরণ যাতে না হয় সেই আর্জি জানাতে বিধানসভায় একটি সর্বদলীয় প্রতিনিধিদল দিল্লীতে পাঠানো প্রয়োজন বলেও দাবি উঠছে। জেলার অর্থনীতির জন্য এই তিন সংস্থাকে বাঁচিয়ে রাখা জরুরি বলে তাঁদের মত।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে থানাতে বিক্ষোভ ট্রাক মালিকদের
সিটুর জেলা সম্পাদক বংশ গোপাল চৌধুরীর বক্তব্য,এই আন্দোলন আরও জোরদার করে গড়ে তুলতে হবে।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিধানসভায় একটি প্রতিনিধি দল দিল্লি অভিযান করুক। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর কৌশলগত বিলগ্নিকরণ এবং চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাকে কর্পোরেট করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে তাঁদের মত।
সিটুর প্রস্তাব প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি দাবি,ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন্দ্রের ভ্রান্ত নীতির প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584