সুদীপ পাল,বর্ধমানঃ
কবি শ্রীজাতকে আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল করলেন সাহিত্যপ্রেমী মানুষরা। গুসকরায় এই ধিক্কার মিছিলে যোগদান করেন প্রচুর সাহিত্যপ্রেমী মানুষ। গুসকরা স্টেশন চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি এক কিলোমিটার অতিক্রম করে বাসস্ট্যান্ড পর্যন্ত যায়।মিছিলে পা মেলালেন এলাকার বর্ষীয়ান কবি,শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে গবেষকরা। গবেষক রাধামাধব মন্ডল,বাচিক শিল্পী সুব্রত সহ অন্যান্যরা মিছিলে অংশগ্রহণ করেন।সাহিত্যপ্রেমী মানুষদের বক্তব্য, যেভাবে শিলচরে কবি শ্রীজাতকে আক্রমণ করা হয়েছে তা অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা। সেই ঘটনার প্রতিবাদে এই মিছিল।শুধু তাই নয় দোষীরা যাতে শাস্তি পান সেটিও দেখা দরকার প্রশাসনের। তাঁরা বলছেন, লেখালেখির জন্য লেখকদের স্বাধীনতা থাকবে সেটাই স্বাভাবিক।লেখকরা তাঁদের স্বাধীনতা দিয়ে নিজের সৃজনশীল মননের ব্যাপ্তি ঘটাবেন। পাঠকরা তা পড়ে সমৃদ্ধ হবেন।কিন্তু যদি লেখকের স্বাধীনতাহরণ করার চেষ্টা করা হয় তাহলে তা রাষ্ট্রের পক্ষে লজ্জার।
আরও পড়ুন: রাস্তার দাবীতে পঞ্চায়েত ঘেরাও,খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ এলাকা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584