নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে বৈঠকের পর দীর্ঘ দু’মাসের রেল অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধ কৃষকরা। সোমবার থেকে তাঁরা অবরোধ তুলে নিচ্ছেন, ওইদিন থেকে আবার চালু হতে চলেছে রেল পরিষেবা। একথা জানিয়ে টুইট করেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।
কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের প্রতিবাদে রেল অবরোধ কর্মসূচি শুরু করেন পাঞ্জাবের কৃষকরা। এতদিনে অন্তত ২,৩৫২টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করতে হয়েছে অবরোধের জেরে, বহু ট্রেন ঘুরপথে চলেছে। রেলের বহু টাকা লোকসানও হয়েছে। বারবার রেল ও কেন্দ্রের তরফে আবেদন করা সত্ত্বেও অবরোধ তুলতে রাজি হননি কৃষকরা।
আরও পড়ুনঃ সচল রেল, আত্মহত্যা থেকে ভিক্ষাবৃত্তির পথে হকাররা
কেন্দ্রের সঙ্গে বৈঠক করে এই সমস্যার সমাধানের দিকে এগোন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, তারপর কৃষকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। রেল অবরোধ তুলে নিতে অনুরোধ করেন।পাঞ্জাব-সহ দেশের বিভিন্ন রাজ্যে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ দানা বাঁধতে থাকায় কয়েক সপ্তাহ আগে আলোচনায় উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ সাধারণ ধর্মঘটের সমর্থনে কেশপুরে মিছিল সিপিএমের
কৃষক সংগঠনগুলির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার এবং পীযূষ গোয়েল। সেই বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো সমাধান সূত্র বেরোয়নি ফলে, আন্দোলন চলতে থাকে।
ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত আইন আরও দৃঢ় করতে হবে, এই দাবিতে অনড় ছিলেন বিক্ষোভকারী কৃষকেরা। যে কাজ এতদিনে কেন্দ্র করে উঠতে পারলো না, তা করে দেখালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584