সুদীপ পাল,বর্ধমানঃ
কারখানার শ্রমিকদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি এবং আরও দুই তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ পানাগড়ে। এই কারখানায় রেলের স্লিপার তৈরি হয়। দীর্ঘদিন ধরে কারখানায় শ্রমিক সংগঠনের দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি সমীর বিশ্বাস এবং এলাকার দুই তৃণমূল নেতা জয়ব্রত দে ও যুগল আঁকুড়ে।
অভিযোগ,তাঁরা ইচ্ছামত সংগঠন চালাতেন,শ্রমিকদের স্বার্থ এখানে দেখা হতো না।
শ্রমিকদের অভিযোগ,টাকা নিয়ে কারখানার স্থায়ী পদে চাকরির ব্যবস্থা করে দিতেন সমীরবাবুরা।যারা বেশি টাকা দিতেন তাদের স্থায়ী করার ব্যবস্থা করা হতো।অথচ পুরনো কর্মীদের স্থায়ী করা হতো না।
আরও পড়ুনঃ টাকা ফেরতের দাবিতে তৃণমূল বুথ সভাপতির বাড়ি ঘেরাও,ঘটনাস্থলে পুলিশ
বিক্ষোভরত শ্রমিক কৌশল কুমারের দাবি,কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের চুক্তিপত্র করা হয়েছে সংগঠনের তরফে। অথচ চুক্তিপত্রে কী লেখা আছে শ্রমিকদের তা জানানো হয়নি। শুধুমাত্র চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে নয় তাঁদের বঞ্চিত করা হয়েছে যা বেতন পাওয়ার কথা শ্রমিকদের তা দেওয়া হয় না। অনেকটাই কেটে নেওয়া হয়। আর এর পেছনে এই তিন নেতা রয়েছেন বলে শ্রমিকদের অভিযোগ।
শ্রমিকরা ট্যাঙ্কিতলা এলাকায় প্রথমে যুগলবাবুর বাড়ির সামনে জড়ো হন পরে সেখান থেকে জয়ব্রতবাবুর বাড়িতে যান শেষে সমীর বাবুর বাড়ি ও দোকানের সামনে বিক্ষোভ দেখান। শ্রমিকদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সমীরবাবু। তাঁকে কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের অভিযোগ করা হচ্ছে এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে তাঁর দাবি। শ্রমিকদের দাবি অবশ্য কাটমানি ফেরত দিতে হবে নেতাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584