মনিরুল হক,কোচবিহারঃ
দীর্ঘদিন থেকে পানীয় জলের সঙ্কটে ভুগে বিরক্ত হয়ে এবার আন্দোলনে নামল কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।শুক্রবার ওই ওয়ার্ডের বাসিন্দারা কোচবিহার রাসমেলার মাঠে থাকা পানীয় জলের পাম্প অফিসে বিক্ষোভ দেখাতে থাকে।
পৌরসভার ইঞ্জিনিয়ররা এসে ওই সমস্যার সমাধান না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুমকি দেন।বাসিন্দাদের অভিযোগ,১০ দিন ধরে পানীয় জলের সঙ্কট চলছে তাঁদের ওই ওয়ার্ডে।সমস্যার কথা জানিয়ে বারবার পুর কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু পুরসভা পানীয় জল স্বাভাবিক করতে কোন উদগ গ্রহণ করেন নি বলে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।শুধু ১৬ নম্বর ওয়ার্ডে নয়, পানীয় জলের সঙ্কটের জন্য সম্প্রতি ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও কিছু দিন আগে অবরোধ করে বিক্ষোভ দেখায়।সেখানেও দীর্ঘদিন থেকে পানীয় জলের সঙ্কট শুরু হয়েছে অভিযোগ করা হয়েছে।এভাবে শহরে জলের সঙ্কট বেড়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাই ওই সঙ্কট মেটাতে পুরসভা এখন কি ব্যবস্থা নেয়,এখন সেটাই দেখার।
আরও পড়ুনঃ জলের কল থেকে কেরোসিন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584